চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা মোহরা পুলিশ বক্সের সামনে
পুলিশের চেকপোস্টে হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। পুলিশের সরকারি কাজে বাধা, আক্রমণ এবং অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার বিস্তারিত:
১৪ জানুয়ারি ২০২৫ ইং, সন্ধ্যা ৫:৪৫ ঘটিকায় চান্দগাঁও থানার এএসআই (নিঃ) অসিত নাথ সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন। নিয়মিত তল্লাশির সময় মোঃ মোরশেদ খান (৩১) ও মোঃ করিম (৩৮) নামে দুই ব্যক্তি পুলিশের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা পুলিশের কাজে বাধা দেয়, উত্তেজিত হয়ে পুলিশের উপর আক্রমণ চালায় এবং একাধিক পুলিশ সদস্যকে গুরুতর আহত করে।অভিযুক্তরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালালে তাৎক্ষণিকভাবে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন-এর নেতৃত্বে এসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স এবং উপস্থিত জনতার সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
১) মোঃ মোরশেদ খান (৩১)পিতা: মৃত মনছুর আহাম্মেদ,
মাতা: খুরশিদা বেগম,
স্থায়ী ঠিকানা: চর কানাই, মান্নান কোম্পানীর বাড়ি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম,বর্তমান ঠিকানা: কুঞ্জছায়া আবাসিক এলাকা, ০৩নং রোড, থানা-বায়েজিদ, জেলা-চট্টগ্রাম ২) মোঃ করিম (৩৮) পিতা: শামসুল আলম, মাতা: রিজিয়া বেগম, স্থায়ী ঠিকানা: পশ্চিম শাকপুরা, তেলিপাড়া, ০১নং ওয়ার্ড, জব্বার সওদাগরের বাড়ি, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম
আহত পুলিশ সদস্যদের তালিকা:
১. এসআই মোঃ হাবিবুর রহমান
২. এএসআই অসিত নাথ ৩. কনস্টেবল ৪৯৮৯ আব্দুস সাত্তার
৪. কনস্টেবল ৬১০১
মোঃ আমিরুল ইসলাম
৫. কনস্টেবল ৬৪৯৬ ফরিদ শেখ
আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
আইনানুগ ব্যবস্থা:
এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা নং-১৫, তারিখ-১৪/০১/২০২৫ ইং রুজু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৮৬/৩৩২/৩৩৩/৩০৭
৩৫৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
১৮৬ ধারা: সরকারি কর্মচারীর সরকারি কাজে বাধা প্রদান
৩৩২ ধারা: সরকারি কর্মচারীকে আক্রমণ করে আহত করা
৩৩৩ ধারা: গুরুতর আঘাত দেওয়া
৩০৭ ধারা: হত্যা প্রচেষ্টা
৩৫৩ ধারা: সরকারি কাজে বলপ্রয়োগ বা হামলা পুলিশের বক্তব্য:
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন জানান,”পুলিশ জনগণের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করবে এবং পুলিশের ওপর হামলা চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং মামলার তদন্ত চলছে।
পুলিশ প্রশাসনের হুঁশিয়ারি:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশের দায়িত্ব পালনে কোনো বাধা এলে তা কঠোরভাবে দমন করা হবে। জনসাধারণকে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।