1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন! লাউগাছের চারা খাওয়া নিয়ে গলাচিপায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১ গৌরবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবজোন চ্যাম্পিয়ন ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ( পিবিআই ) কালাইয়া বাজারের রাস্তাঘাটে করুণ দশা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে   দ্বিতীয় শ্রেণীর  শিশুর মৃত্যু বান্দরবানে বাজার চৌধুরীর অপসারণ ও বিচারের দাবীতে মানব বন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা! শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

জুয়ার নেশায় চুরি করতে এসে নারীকে গলা কেটে হত্যা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

ফেনী পৌর এলাকায় গৃহকর্মী মাসুদা বেগম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের তথ্য দিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার আবির হোসেন রাফি (২০) নামের এক তরুণের স্বীকারোক্তির ভিত্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জানিয়েছে, আবির জুয়ার নেশায় চুরি করতে এসেছিল। তখন দেখে ফেলায় ছুরি দিয়ে গলা কেটে মাসুদাকে হত্যা করে সে।

আবির হোসেন রাফি নোয়াখালী সদর থানার চর মটুয়া এলাকার বাসিন্দা। সে ফেনীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বের ছাত্র। নিহত মাসুদা বেগম ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। এ দম্পতির এক মেয়ে ও চার ছেলে। ৮ বছর ধরে তিনি ফেনী পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম ফারুক মজুমদারের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কর্মরত। ২৬ ডিসেম্বর রাতে ফারুকের ভাই গোলাম কিবরিয়া বকুলের ফলেশ্বর এলাকার বাসা থেকে মাসুদার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে ফেনী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার জয়িতা শিল্পী নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আবিরকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডের কারণ বর্ণনা করেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে আবিরকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আবির পিবিআইকে জানিয়েছে, বেশ কিছুদিন ধরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ে। একপর্যায়ে এ জন্য টাকা সংগ্রহে মরিয়া হয়ে উঠে। সম্প্রতি আবির ল্যাপটপ কেনার নামে বাবার কাছ থেকে ৪০ হাজার টাকা আনে। সেই টাকাও জুয়া খেলায় গচ্চা যায়। ২৬ ডিসেম্বর ধৃত সে ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম দেখে আটকানোর চেষ্টা করেন। এ সময় আবির ছুরি দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি আঘাতে হত্যার পর পালিয়ে যায়।

সূত্র : নেট

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট