1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
‎নবীনগরে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত  নোয়াখালীতে ২৫০০ কেজি জাটকা ইলিশ জব্দ জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বধিরদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

নরুল ইসলাম রিপন
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

গত ৪ জানুয়ারি ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে বোরহান উদ্দিন মেম্বার সভাপতি এবং শফিউল আজম চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নির্বাচনে বোরহান উদ্দিন মেম্বার ১৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং শফিউল আজম চৌধুরী ২৬২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এটি ছিল দলের নতুন নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে নেতৃত্বে আসা প্রার্থীরা দলের প্রতি তাদের অনুগততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক, ২০১৮ সালের জনতার মেয়র চট্টগ্রামে উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবীদ কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী। সম্মেলনে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন, তাদের মধ্যে ছিলেন মোঃ বোরহান উদ্দিন প্রঃ বোরহান মেম্বার, মনির, আলী আহাম্মদ মেম্বার, ইদ্রিস মিয়া ইলিয়াস, হায়দার, শফিউল আজম চৌধুরী, বেলাল হোসেন, নাসির উদ্দিন চৌধুরী, মোঃ ইলিয়াস মেম্বার, আহাম্মদ ছাপা মেম্বার, আব্দুল হালিম, আব্দুর রাজ্জাক, রায়হানুল আনোয়ার রাহি, নুরুল ইসলাম, নুরুল আমিন, এড. সাইফুদ্দিন সিদ্দিকী সোহেল, মুন্না, নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম, রিনা আক্তার, তসলিমা আক্তার, জয়নাল আবেদীন, হাকীম মেম্বার, ইমরান খান, শাহ মাছুম আরমান, সাহেদুল আলম চৌধুরী প্রমুখ।
এদিকে, ফটিকছড়ি দাঁতমারা ইউনিয়ন বিএনপির নতুন কমিটির নির্বাচনে অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেছে পরিচ্ছন্ন রাজনীতিবীদ, দলের ত্যাগী নেতা এবং বহুমুখী প্রতিভার অধিকারী আলোকিত সমাজসেবক মোঃ বোরহান উদ্দিন (বোরহান মেম্বার) এবং দলের আরেক ত্যাগী নেতা শফিউল আজম চৌধুরী। তাদের নেতৃত্বে আগামী দিনে দলের কার্যক্রম আরও সুসংহত এবং শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী তরুণ দলের সিনিয়র সহসভাপতি, তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক নুরুল ইসলাম রিপন এক বিবৃতিতে নতুন কমিটির নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি শ্রদ্ধা
নতুন নেতৃত্বের এই সাফল্য দলের দীর্ঘদিনের সংগ্রামের ফলশ্রুতি হিসেবে দেখা হচ্ছে। দলীয় নেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা জিয়াউর রহমানের অবদান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করেন। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী যে মুক্তির আশা দেখে, তা কখনও ভেঙে পড়বে না। বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দেশের জনগণের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ।
এছাড়া, দলের নেতারা এই সম্মেলনে জিয়াউর রহমানের প্রতীক “লাঙল” এবং তারেক রহমানের রাজনীতির আদর্শ অনুসরণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি মুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ার শপথ নেন। তারা ঘোষণা করেন, দলের অভ্যন্তরীণ ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে একযোগে আন্দোলন চালিয়ে যাবেন।এই সম্মেলন বিএনপির রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট