গাইবান্ধা জেলার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের বাহিরবন গ্রামের সংগীত শিল্পী আব্দুল জলিলের বসতবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আগুন দেয় দুর্বৃত্তরা। ২৬ ডিসেম্বর আনুমানিক রাত ১টার দিকে আব্দুল জলিলের বাড়িতে আগুন দেয় শত্রুরা। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ হলো আগুনে পুরে ভস্মভূত হয়ে যায় আব্দুর জলিলের একমাত্র আভাসস্থান সেখানে থাকা তিনটি টিনসেটঘর ও ঘরের ভিতরে থাকা আসবাবপত্র সংগীতে ব্যবহৃত হারমোনিয়াম গিটার তবলা ইউকেলেনো দোতারা, একতারা,কিবোর্ড, স্বর্ণ অলংকারসহ বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায়। সব মিলে প্রায় ১০ লক্ষ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। শিল্পী আব্দুল জলিল বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় ৬ জনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।