আজ শরীয়তপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফ উদ্দিন দাপ্তরিক সফরে ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী অফিস পরিদর্শন করেন ।
পরিদর্শন শেষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কৃষক-শ্রমিক, ছাত্র জনতার প্রতিনিধি, সাংবাদিকসহ সকল পেশাজীবী নিয়ে এক মত বিনিময় করেন। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, জনাব অনিন্দ্র মন্ডল । আলোচনা সভায় বক্তারা সরকারী অফিস গুলোর সেবার মান ও অনিয়ম নিয়ে অশোন্তষ প্রকাশ করেন। বক্তারা আরো বলেন এভাবে দেশ চলতে থাকলে সাধারন মানুষের যাওয়ার আর কোন জায়গা থাকবেনা, বলে ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করলে তিনি বলেন, জন সাধারনের জান মালের নিরাপত্তাসহ সকল সেবা যথাযথ ভাবে প্রদান করতে হবে যাতে করে সাধারন মানুষ সরকার বা প্রসাশনের প্রতি আস্থা তৈরি হয়।