1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন চাই: অধিকারের আয়োজনে বিশ্ব প্রেস ফ্রিডম ডে-তে জোর দাবি! মানবিক করিডোর: হৃদয়ের দরজা খুললেই কি সীমান্তও খুলে যাবে! স্বাধীনতা হরণ করা কলম নয়, চাই সত্যের তীক্ষ্ণ অস্ত্র! ঈদু আলম বাঁচুক—একটি জীবন, একটির স্মৃতি, এক মানবিক আবেদন সেনাবাহিনীর সফল অভিযান: মাদক-ডাকাতি চক্রের দুই শীর্ষ অপরাধী গ্রেপ্তার দীপিকা বড়ুয়ার হৃদি কথন এক জীবন্ত কাব্যসম্ভার! বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন এর এডহক কমিটির আত্মপ্রকাশ আইজিপি ব্যাজপ্রাপ্ত ওসি সোলাইমান: জনবান্ধব পুলিশিংয়ের অনন্য প্রতিচ্ছবি! বিশ্ব সংবাদ পত্রের স্বাধীনতা দিবস ও সংবাদ পত্র নিয়ে কিছু কথা! বাকলিয়া থানার আলোচিত ডাবল মার্ডারের প্রধান আসামি হাসান গ্রেফতার

বালুর ব্যবসা কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

জিন্নাত আরা
  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

বালুর ব্যবসাকে কেন্দ্র করে চান্দগাঁও থানাধীন অদুর পাড়া জাগরণী সংঘ ক্লাব সংলগ্ন দক্ষিনা বাড়ীস্থ ওমর ফারুকের চায়ের দোকানের সামনে আফতাব উদ্দিন তাহসিন (২৭) নামে এক ব্যাক্তিকে শটগান দিয়ে  গুলি করে এবং হাসপাতালে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।

নিহতের পিতার মামলা সূত্রে জানা যায়,  আফতাব উদ্দিন তাহসিন (২৭) চান্দগাঁও থানাধীন অনুর পাড়া, হাজীর পাড়া সহ আশপাশ এলাকায় ইট, বালুর ব্যবসা করিয়া আসিতেছে। ইট, বালুর ব্যবসার বিষয়কে কেন্দ্র করিয়া হত্যা কারিরা  মোবাইল ফোনে আফয়ার উদ্দিন তাহসিন (২৭) কে  হুমকি দিত। তারই ধারাবাহিকতায়  আফয়ার উদ্দিন তাহসিন (২৭) ইং ২১/১০/২০২৪ তারিখে বিকাল অনুমান ৪:২৫ ঘটিকার সময়  চান্দগাঁও থানাধীন অদুর পাড়া এলাকায় ব্যবসায়ীক কাজে গিয়ে  জাগরণী সাথ ক্লাব সংলগ্ন দক্ষিনা বাড়ীস্থ ওমর ফারুকের চায়ের দোকানে বসে।  এসময় ১) সাজ্জাদ হোসেন প্রায় বুড়ির নারী (৩০), পিতা-মোঃ জামাল, মাতা-রুনা বেগম, সাং-পূর্ব শিকারপুর, সোনা মিয়া সওদাগরের বাড়ী, হিন্দুপাড়া, দুর্ণী বাড়ির পূর্ব পাশে, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে আমান বাজার, সোনা মিয়া সওদাগর বাড়ী (মুনুর মার্কেট), খাবা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম। ২। মোঃ হাসান (৩৬), পিতা-মোঃ আলম, দাং-পশ্চিম শরীও নগর, সুবহান কন্ট্রাক্টরের বাড়ী, ০৩নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন, ৩। মোহাম্মদ (২৮), পিতা-মোঃ খোকন, সাং-চাইল্যাতলী, খনি কন্ট্রাক্টরের বাড়ী, বানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, ৪। মোঃ খোরশেদ প্রঃ খালাতো ভাই খোরশেদ (৪০), পিতা-মৃত আনোয়ার, সাং-কদলপুর, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম ৫। মোঃ হেলান (৩৫), দিয়া-লেও মোহাম্মদ, সাং-হাজিবপুল, মাইজপাড়া, দিলে মিয়া মিস্ত্রি বাড়ী, খানা-হান্দগাও, জে চট্টগ্রাম সহ আরও অজ্ঞাত বিবাদীরা একটি কাল রংয়ের নোহা গাড়ী (যাহার রেজিঃ নং-চট্টমেট্রো-চ-১১-৩১৮৯) যোগে ঘটনাস্থলে আসে এবং সঙ্গে থাকা শটগান (আগ্নিয়াস্ত্র) নিয়ে অতর্কিতভাবে আফতাব উদ্দিন তাহসিন (২৭) এর নিকটে আসিয়া হত্যার উদ্দেশ্যে কোমর হইতে পা পর্যন্ত শরীরে কয়েক রাউন্ড  গুলি করিলে মাটিতে লুটাইয়া পড়ে এসময় গুলির শব্দ শুনে আশপাশের লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা সঙ্গে থাকা গাড়ীযোগে পালাইয়া যায়। পরে লোকজন আফতাব উদ্দিন তাহসিন (২৭) কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এবিষয়ে চান্দগাঁও থানায় মামলা নং-২৩, ৩০২ ধারা/৩৪ পেনাল কোড ১৮৬০, তারিখ ২৩/১০/২০২৪ ইং সিএমপি, চট্টগ্রামে একটি মামলা হয়। হত্যাকারিদেরকে গ্রেফতার করার জন্য ওসি আফতাব উদ্দিন ও সেকেন্ড অফিসার আব্দুল মমিনের নেতৃত্বে অভিযান চলেছে বলে থানা সূত্রে জানাযায় ।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট