1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে প্রগতি সংস্থার স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্ষেতলালে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন! লাউগাছের চারা খাওয়া নিয়ে গলাচিপায় রক্তক্ষয়ী সংঘর্ষ আহত ১ গৌরবে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সাবজোন চ্যাম্পিয়ন ধামরাইয়ে অটোরিকশা চালক সায়েদুর রহমান হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে ( পিবিআই ) কালাইয়া বাজারের রাস্তাঘাটে করুণ দশা, ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে   দ্বিতীয় শ্রেণীর  শিশুর মৃত্যু বান্দরবানে বাজার চৌধুরীর অপসারণ ও বিচারের দাবীতে মানব বন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা! শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি

রেজাউল করিম চৌধুরীর দুর্নীতি: জনগণের বিশ্বাসঘাতকতা ও ১৫ই আগস্টের অর্থ আত্মসাতের ঘটনা

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

আমাকে মাফ করবেন, আবারও রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে কলম ধরতে হচ্ছে। এর আগেও আমি তার বিরুদ্ধে একাধিকবার লিখেছি। রেজাউল করিমের অনেক অজানা কাহিনী আমি জানি। তার সব কাহিনী লিখতে গেলে একটি উপন্যাস হয়ে যাবে। তিনি কত কোটি টাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে আত্মসাৎ করেছেন, কীভাবে বালুর ব্যবসা থেকে টাকা চুরি করেছেন—সবই জানা আছে। আমি একবার তার বালুর টাকা চুরির বিষয়টি উদঘাটন করে তাকে প্রকাশ্যে চরম অপমান করেছিলাম। তাতে তার কোনো লজ্জা হয়নি। আমি তাকে সরাসরি “চোর” বলেছিলাম, আর এতে সাক্ষীও রয়েছে।
আজকের এই লেখাটি আমি এমন এক সময়ে লিখতে বসেছি, যখন আদালত রেজাউল করিমের মেয়র পদকে অবৈধ ঘোষণা করেছেন এবং ডা. শাহাদাত হোসেনকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তবে আমি জানতাম না যে আজ এ রায় ঘোষণা হবে। গতরাত থেকেই আমি ঠিক করেছিলাম যে রেজাউল করিমের বিরুদ্ধে আবারও লিখতে হবে।
মূল বিষয় হলো, ২০১৬ সালে ১৫ই আগস্টের শোক দিবস উপলক্ষে নূর সিন্ডিকেটের পক্ষ থেকে নগদ এক লাখ টাকা তৎকালীন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কাছে পাঠানো হয়েছিল। রেজাউল করিমকে সেই টাকা পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু আমরা কল্পনাও করতে পারিনি যে তিনি সেই টাকার ২০ হাজার চুরি করবেন। কিছুদিন পর মহিউদ্দিন চৌধুরীর সাথে দেখা হলে তিনি বললেন, “তোমরা কেন পুরো এক লাখ টাকা পাঠাওনি?” আমরা বিস্মিত হয়ে বললাম, “আমরা তো রেজাউল করিমের মাধ্যমে পুরো এক লাখ টাকা পাঠিয়েছি!” তখন মহিউদ্দিন চৌধুরী বললেন, “২০ হাজার টাকা কম ছিল!” এরপর তিনি রেজাউল করিমকে গালিগালাজ করেছিলেন এবং তার আরও নানা অপকর্মের কথা উল্লেখ করেছিলেন।

এই রেজাউল করিমই, যে বঙ্গবন্ধুর শোক দিবসের টাকা চুরি করেছিল, তাকেই শেখ হাসিনা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বানিয়ে দিয়েছেন। সিটি কর্পোরেশনের ইতিহাসে এমন দুর্নীতিবাজ মেয়র আর কেউ হয়নি। চট্টগ্রামের জনগণ তাকে কখনও ভোট দেয়নি। এই ব্যক্তি বঙ্গবন্ধুর আদর্শের নামে পরিচিতি লাভ করলেও, তার কার্যকলাপ বঙ্গবন্ধুর আদর্শের সম্পূর্ণ বিপরীত।

আজ সেই রেজাউল করিম চৌধুরী পলাতক। তার মেয়র পদ অবৈধ ঘোষণা হওয়ায় এবং ডা. শাহাদাত হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করায় কিছুটা হলেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
আরো বিস্তারিত লিখবো ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট