1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাদুরোর ঘনিষ্ঠ শিল্পমন্ত্রীকে বরখাস্ত করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ফাঁসি না দেওয়ায় ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ৮ম দিনের আপিল শুনানি চলছে কুমিল্লা নাঙ্গলকোটে দুই গ্ররুপে সংঘষে নিহত ২, আহত ২০ জন হ্যাঁ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার ও আচারনবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীর বাঘহাটায় কারখানার মূল ফটকের রাস্তা কেটে প্রতিবন্ধকতা, বন্ধের হুমকি গণভোট নিয়ে সমালোচনা অজ্ঞতাপ্রসূত, প্রস্তুতির কাজ শেষ: শফিকুল আলম নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর!

হ্যাঁ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান

আফজাল হোসেন জয় ,বান্দরবান :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বান্দরবানে আয়োজিত প্রচারণা সভায় জুলাই গণ-অভ্যুত্থান ও জুলাই সনদের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

গত শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে বান্দরবান সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ও বালাঘাটা চড়ুই পাড়া এলাকায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণ, প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিমূলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রচার সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা আদিলুর রহমান খান প্রশ্ন রেখে বলেন, “আমরা কেমন বাংলাদেশ চাই?” তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে বদলে দিয়েছে এবং ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।
ভবিষ্যতে যেন আর কখনো গুম,খুন ও বিচার বর্হিভুত হত্যাকান্ড না ঘটে এবং কোনভাবেই ফ্যাসিবাদ ফিরে না আসে সে লক্ষ্যেই জুলাই সনদ প্রনয়ন করা হয়েছে। তিনি বলেন, অতীতে যে অন্যায় অবিচার হয়েছে, তা আর হতে দেওয়া হবেনা। এজন্য গণ অভুত্থানের সরকারের উদ্যােগে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে জুলাই সনদ কার্যকর করা হয়েছে। এই সনদের প্রতি জনগণের সম্মতি নিতে আগামী ১২ফেব্রুয়ারী গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, একটি ভোট আগামী পাঁচ বছরের জন্য নির্ভয়ে আপনার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আরেকটি ভোট আগামী একশ বছরের জন্য দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তাই গণভোটে সবাইকে “হ্যাঁ” ভোট দিতে হবে।

উপদেষ্টা আরো বলেন, ন্যায়বিচার প্রতিষ্টার স্বার্থে দেশের সকল শিক্ষক, ধর্মীয় গুরু ও সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। তিনি দাবী করেন, যারা জুলাই আন্দোলনের পক্ষে তারা সবাই “হ্যাঁ” ভোটের পক্ষে আর যারা ফ্যাসিবাদের পক্ষে তারা না বলবে। সকল ধর্মীয় গোষ্ঠী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ দেশের আপামর জনগণ জুলাই আন্দোলনের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রচারণা সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি”র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী এবং পুলিশ সুপার মো.আব্দুর রহমান।

সভায় বান্দরবানের বিভিন্ন অধিদপ্তরের সরকারী কর্মকর্তা,বিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন গ্রামের কার্বারীরা (গ্রামপ্রধান) সাংবাদিকগণ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট