1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মাদুরোর ঘনিষ্ঠ শিল্পমন্ত্রীকে বরখাস্ত করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ফাঁসি না দেওয়ায় ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ৮ম দিনের আপিল শুনানি চলছে কুমিল্লা নাঙ্গলকোটে দুই গ্ররুপে সংঘষে নিহত ২, আহত ২০ জন হ্যাঁ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার ও আচারনবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীর বাঘহাটায় কারখানার মূল ফটকের রাস্তা কেটে প্রতিবন্ধকতা, বন্ধের হুমকি গণভোট নিয়ে সমালোচনা অজ্ঞতাপ্রসূত, প্রস্তুতির কাজ শেষ: শফিকুল আলম নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর!

বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার ও আচারনবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী কর্তৃক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, উষ্কানিমূলক বক্তব্য প্রদান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফল উপজেলায় সংবাদ সম্মেলন করেছে বাউফল উপজেলা জামায়াতে ইসলামী।
গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক অধ্যাপক খালিদুর রহমান। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে বিএনপির এক প্রার্থী ও তার সমর্থকেরা ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন এবং উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এলাকায় উত্তেজনা সৃষ্টি করছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা–কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু বারবার নেতা–কর্মীদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও বাধা প্রদান করা হলে তা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে ব্যাহত করবে। তারা অবিলম্বে এসব হামলা বন্ধের পাশাপাশি নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা ইসাহাক, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, আইন উপদেষ্টা এডভোকেট মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা সভাপতি রাকিবুল ইসলাম নূর এবং বাউফল উপজেলা ছাত্রশিবির সভাপতি লিমন হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট