বুধবার বিকাল সাড়ে তিনটার সময় গোবিন্দগঞ্জে ঢাকা- দিনাজপুর মহাসড়কের কাটা মোড় এলাকায় স্বামী -স্ত্রী মটরসাইকেল নিয়ে গোবিন্দগঞ্জ যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাকের নিচে চাপা পরে স্ত্রী শেফালী বেগম (৩৫) নামের নারীর মৃত্যু হয়।
মৃত্যু শেফালী বেগম সাহেবগঞ্জ গ্রামের রেজাউল করিমের অসুস্থ স্ত্রী শেফালী বেগমকে নিয়ে ডাঃ দেখানোর উদ্দেশ্য গোবিন্দগঞ্জ শহরে যাচ্ছিল। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করাছে । আটক কৃত মালবাহী ট্রাক(ঢাকা-মেট্রো-ট ১৩-৪৫২৫)।