1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ  তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন ইবিআর সদস্যদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন  কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আনাসকে ধর্ম উপদেষ্টার অভিনন্দন উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব মানবাধিকার দিবস পালন: ‘বার আউলিয়া সংস্থার’ আলোচনা সভা  আইনের চোখে সবাই সমান-আইন ও অধিকার ফাউন্ডেশন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জেএসডি প্রার্থী: দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় উন্নয়নের প্রতিশ্রুতি এডভোকেট তৈমুর রেজার

   শেখ সাদী সুমন , ​ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন এডভোকেট তৈমুর রেজা মোঃ শাহজাদ ভুইয়া। দলটির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে তিনি ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় গণসংযোগে নেমে মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
​আইন পেশায় নিয়োজিত এই প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগ থেকে এমএ এবং ঢাকা সিটি ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি জাসদ ছাত্রলীগ সরাইল উপজেলা শাখার সভাপতি, জেলা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সংসদ সদস্যের দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি ১৯৯৬ ও ২০০৮ সালের জাতীয় নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

​জেএসডি’র মূল দাবিতে সোচ্চার: এডভোকেট তৈমুর রেজা শাহজাদ জানান, তার নির্বাচনী লক্ষ্যের মূলে রয়েছে জেএসডি’র জন্মলগ্ন থেকে দাবি করে আসা কিছু মৌলিক পরিবর্তন। এর মধ্যে রয়েছে স্বাধীন দেশের উপযোগী শাসনব্যবস্থা, উপজেলা পরিষদের স্বাধীনতা নিশ্চিতকরণ, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা এবং জাতীয় সংসদে পেশাজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এই দাবিগুলোর বাস্তবায়নের পাশাপাশি এলাকায় একটি উন্নয়নমুখী সমাজ বিনির্মাণই তার প্রধান লক্ষ্য।
​স্থানীয় উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা: প্রার্থী তার নির্বাচনী এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে একাধিক সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর (আংশিক) অঞ্চলের উন্নয়নই হবে তার প্রধান অঙ্গীকার।
​তার উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে: শিক্ষা ও সংস্কৃতি: শিক্ষার মানোন্নয়নে নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা এবং এলাকার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখা।
​কর্মসংস্থান ও অর্থনীতি: এলাকার বেকারত্ব কমাতে নতুন শিল্প-কারখানা স্থাপন।
​অবকাঠামো: প্রত্যন্ত অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বিদ্যুৎ ও গ্যাসের সুবিধা বিস্তৃত করা।
​কৃষি: কৃষির অগ্রগতি নিশ্চিত করতে আধুনিক কৃষি গবেষণাগার স্থাপন।
​বিনোদন: শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য খেলার মাঠ ও পার্ক নির্মাণ।
​এডভোকেট তৈমুর রেজা শাহজাদ ভুইয়া বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বার ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় নিয়োজিত। এলাকার মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে সকলের সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট