বাহরাইন প্রতিনিধি, মানিক মিয়া : বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েস আমন্ত্রিত হয়ে বাহরাইনের খালেদ বিন রাশেদ আল জায়ানি মজলিস, বিন হিন্দি মজলিস, সামির নাস মজলিস, শেখ নাওয়াফ বিন ইব্রাহিম বিন হামাদ আল খালিফা মজলিস, আল আইয়াম মজলিস, শেখ আবদুল্লাহ বিন খালিফা আল খালাফা মজলিস, আব্দুর রহমান আলমুআয়েদ মজলিস,কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভ হাসান বুকাহামাস মজলিস, প্রোফেসর ফয়সাল আল নাসের মজলিস, নাওয়াফ আল মাহমিদ মজলিস, আল সাকরান মজলিস, আব্দুল লতিফ জানাহি মজলিস, নাবিল আজুর মজলিস, আবদুল্লাহ বাঁকের মজলিস, বু কানান বুরহামা মজলিস, ইন্জিনিয়ার মাজেন আহমেদ আল ওমরান মজলিস, আল হাওয়াজ মজলিস, মুহাম্মদ সালাহ আলদীন মজলিস, আবু মাহাদী মজলিস, কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভ আহমেদ সাবাহ আলসালুম মজলিস, শেখ আবদুল হোসাইন বিন শেখ খালাফ আফসুর মজলিস, মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন ঈসা আলমান্নাই মজলিস, আবদুল জলিল আল আনসারি মজলিস, কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভ ড. হেশাম আলআশেরি মজলিস, পররাষ্ট্র মন্ত্রী আব্দুল লতিফ আল জায়ানি মজলিস, ও কানু ফ্যামিলি মজলিসসহ স্বনামধন্য আরো অন্যান্য মজলিস ভিজিট করেন।
উক্ত মজলিসসমূহে বাহরাইনের রয়েল ফ্যামিলির সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, বিশিষ্ট ব্যবসায়ীগণ, বাহরাইন চেম্বারের সদস্যবৃন্দ, বিদেশী রাষ্ট্রদূত ও কূটনৈতিকবর্গসহ আরো অনেকের সাথে চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ হয়। তিনি সাক্ষাৎকালে তাদের সাথে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।