1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

মনোনয়ন ঘিরে কোন পথে বাউফল বিএনপি

গোলাম কিবরিয়া , বাউফল , পটুয়াখালী 
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি তাদের প্রার্থী ঘোষণার পর থেকে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে বাউফলের ভোটের মাঠে। দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর পক্ষে কোন আনন্দ উৎসব করা হয়নি বলে জানিয়েছেন একাধিক দায়িত্বশীল। এদিকে বিগত ষোল-সতেরো বছর ধরে দলটির নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে না পারলেও প্রায় হাফ ডজন নেতৃত্ব তৈরি হয়েছে। যাঁরা সংসদ নির্বাচন করার সামর্থ্য রাখেন এটা নিশ্চয়ই দলটির জন্য ইতিবাচক।

এখানে উল্লেখযোগ্য নেতৃত্বে রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার এবং বিএনপি দলীয় একমাত্র সাবেক এমপি শহিদুল আলম তালুকদার। তিনজনই তাদের স্ব-স্ব স্থানে এগিয়ে আছেন। তিনজনেরই রয়েছে বিশাল কর্মী সমর্থক। স্থানীয় ভোটারদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তাদের সংসদে যাওয়ার যোগ্যতা এবং ক্ষমতা দুটোই রয়েছে।

ত্রি নেতার ভেতর দু’জনের সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা থাকলেও মু. মুনির হোসেন এক্ষেত্রে অনেকটা পিছিয়ে। ১৯৯৬ সালের সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকার গঠনের পরে একটি কেন্দ্রের উপ-নির্বাচনে শহিদুল আলম তালুকদার মাত্র ২৮ ভোটে হেরে যান আওয়ামীলীগ প্রার্থী আ স ম ফিরোজের কাছে। পরবর্তীতে ২০০১ এর নির্বাচনে প্রায় সতেরো হাজার ভোটের ব্যবধানে আ স ম ফিরোজকে পরাজিত করেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে বাউফলে প্রথম বার বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শহিদুল আলম তালুকদার। অন্যদিকে ২০০৮ এর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার বরিশাল বিভাগের ভেতর সর্বোচ্চ ভোট পেয়েছিলেন, যদিও তিনি সে বার আওয়ামীলীগ প্রার্থী আ স ম ফিরোজের কাছে হেরে যান। অপরদিকে মু. মুনির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। হল সভাপতি থেকে হয়েছেন ডাকসু মিলনায়তন সম্পাদক।

বাউফলে নেতৃত্ব দেয়া তিনজনই বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার যোগ্য কিন্তু দল একজনকে মনোনয়ন দিবে। সে হিসেবে দল হয়তো সাবেক সংসদ সদস্য ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা শহিদুল আলম তালুকদারকে বেছে নিয়েছে। প্রায় নিশ্চিত ভাবেই বলা যায় এটা শহিদুল আলম তালুকদারের শেষ নির্বাচন। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদার এবং মু. মুনির হোসেনের জন্য পরবর্তীতে বাউফল বিএনপিকে নেতৃত্ব দেওয়ার বেশ সুযোগ রয়েছে।

বাউফলে বিএনপি’র রাজনৈতিক প্রতিযোগিতায় সুযোগ নিচ্ছে বা নিবে বিরোধী পক্ষ। যার প্রভাব ফেলতে পারে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট