
আজ সংযুক্ত আরব আমিরাত তার গৌরবময় ৫৪তম জাতীয় দিবস উদযাপন করছে। ১৯৭১ সালের ২ ডিসেম্বর আরব উপদ্বীপের সাতটি আমিরাত-আবুধাবি, দুবাই, শারজাহ, আজমান, উম্মুল কোয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহ একত্রিত হয়ে জন্ম দেয় নতুন রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
এর আগে অঞ্চলগুলো ছিল ট্রুসিয়াল স্টেটস নামে পরিচিত, যাদের নিরাপত্তার দায়িত্ব ছিল ব্রিটিশ সরকারের হাতে। ১৮২০ সালে স্বাক্ষরিত সেই চুক্তির মেয়াদ শেষ হয় ১৯৭১ সালের ১ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠনে উদ্যোগ নেন আবুধাবির শাসক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান।
১৯৬৮ সালের ১৮ ফেব্রুয়ারি শেখ জায়েদ ও দুবাইয়ের শাসক শেখ রাশিদ আল মাখতুম বৈঠক করে একটি যুক্তরাষ্ট্র গঠনের বিষয়ে ঐকমত্যে পৌঁছান। একই বছরের ফেব্রুয়ারিতেই বাকি পাঁচ আমিরাতের শাসকদের সঙ্গে আলোচনা হয়। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৮ জুলাই রাস আল খাইমাহ ছাড়া ছয়টি আমিরাত নতুন রাষ্ট্র গঠনের ঘোষণা দেয়।
১৯৭১ সালের ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাত স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান হন রাষ্ট্রপতি এবং শেখ রাশিদ আল মাকতুম উপ-রাষ্ট্রপতি।
৩ ডিসেম্বর জাতিসংঘের মহাসচিবকে রাষ্ট্রটির গঠনের বিষয়টি জানানো হয়। পরে ৭ ডিসেম্বর আরব লীগের ১৮তম সদস্য এবং ৯ ডিসেম্বর জাতিসংঘের ১৩২তম সদস্যপদ লাভ করে ইউএই। ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি যোগ দেয় শেষ আমিরাত রাস আল খাইমাহ গঠনের পর থেকে অবিরাম উন্নয়ন ও অগ্রগতির ধারায় আজ ইউএই বিশ্বে অন্যতম আধুনিক ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।