
আরব আমিরাতের শারজাহে গ্রামীণ ঐক্য ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রাতে শারজাহর একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি শেখ লুৎফুর রহমান। পরিচালনা করেন সংগঠনের শারজাহ শাখার দায়িত্বপ্রাপ্ত আজিজুল হক।
দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মাওলানা সোলাইমান ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, শেখ ফাভেজ, মাওলানা খলিলুর রহমান, হাফেজ মিজানুর রহমান, মাওলানা আহমেদ খলিলসহ আরও অনেকে। দোয়া মাহফিলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।