কবিতা / পরযায়ী পাখি / নার্গিস আক্তার
নার্গিস আক্তার
-
প্রকাশিত:
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পরযায়ী পাখি
ভিনদেশীয় পাখিগুলো
আমার দেশের অতিথ
উড়াল দিয়ে আসে ছুটে
আমার দেশের পথিক।
শুট করো না ওদের যেন
যতন করে রাখো
বিপদ এলে ভালোবেসে
আল্লাহকে ডাকো
শীত কুয়াশায় পরলো শিশির
পৃথিবী ধোয়া ধোয়া
হাজার হাজার পাখপাখালির
কষ্ট হৃদয় ছোঁয়া।
পরিযায়ী পাখি এসে
গাছের ডালে বসে
ডুবা নালা বিলেঝিলে
উড়ে পাখি আসে।
শীতের পাখি দেখে খোকা
আনন্দে হাসে
পাখি ধরার শব্দ শুনলে
অশ্রু জলে ভাসে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন