
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ওয়ানটাইম পাস (ট্রাভেল পাস) দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, তার দেশে ফেরায় কোনো ধরনের বাধা নেই।
রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে একটি প্রাসঙ্গিক ভূমিকা নির্ধারণ’ শীর্ষক সেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলে তিনি।
এর আগে শনিবার (২৯ নভেম্বর) তারেক রহমান জানান, দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার একক নিয়ন্ত্রণাধীন নয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে বলেন, সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘তারেক রহমান দেশে ফিরতে আগ্রহী কি না- এ তথ্য আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমেই জানি।’
তারেক রহমান দেশে ফেরার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা কোনো বিদেশি মিশনে আবেদন করেছেন কি না- এ বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে এ রকম কোনো তথ্য নেই।’
তারেক রহমানের আইনি বা রাজনৈতিক স্ট্যাটাস নিয়ে করা প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটা স্পর্শকাতর বিষয়। উনি যা বলেছেন, সেটি পত্রিকায় এসেছে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ক্ষেত্রে কিছু রাষ্ট্র বা গোয়েন্দা সংস্থার আপত্তি থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনো বার্তা নেই। একটি দেশের নাগরিককে তার দেশে ফিরতে দেওয়া হবে না—এটা আমার কাছে স্বাভাবিক শোনায় না। বাংলাদেশ যদি তার নাগরিককে ফিরতে দিতে চায়, তাহলে অন্য দেশ কিছু করতে পারে না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দলের বক্তব্যের প্রেক্ষিতে আসন্ন জাতীয় নির্বাচনে শঙ্কা আছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচন হবে না বা সুষ্ঠু হবে না—এটা আমার ঠিক মনে হয় না। একজন ব্যক্তির অনুপস্থিতিতে নির্বাচন বন্ধ হয়ে যাবে, তা মনে করার কারণ দেখি না। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।’
খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘উনি খুবই অসুস্থ। এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই। একটু উন্নতি হলে পার্টি যদি অনুরোধ করে, সরকার সহযোগিতা করবে। প্রয়োজন অনুযায়ী যেটুকু সহায়তা দরকার, আমরা করছি।’