1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
শোকসংবাদ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ জানুয়ারি হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়া  সাদ্দাম হত্যার প্রধান আসামি  দেলোয়ার হোসেন দিলীপ ও বাবুলক গ্রেফতার  পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর” বাংলাদেশের পাসপোর্টধারী সকল প্রবাসীদের নিবন্ধন ও ভোট গ্রহণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাই সফল সামাজিক সংগঠন তারেক রহমান ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেওয়া সম্ভব ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত শ্রীমঙ্গলে ১১মাস ধরে ঘরবন্দী এক পরিবার

ইউক্রেন যুদ্ধের অবসানের প্রস্তাব নিয়ে ‘আলোচনা’ উল্লেখযোগ্য পদক্ষেপ: যুক্তরাষ্ট্র

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

হোয়াইট হাউস রোববার বলেছে যে ইউক্রেন যুদ্ধের অবসানের প্রস্তাব নিয়ে সুইজারল্যান্ডে আলোচনা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং যেকোনো সম্ভাব্য চুক্তি যুদ্ধবিধ্বস্ত দেশটির সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে সমুন্নত রাখবে।

মার্কিন-ইউক্রেন যৌথ বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রস্তাবের ভিত্তিতে শুরু হওয়া আলোচনার ফলস্বরূপ, আলোচকরা ‘একটি হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো’ খসড়া তৈরি করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল রোববার জেনেভায় ইউক্রেনীয় এবং ইউরোপীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করে সংঘাতের অবসানের জন্য একটি পরিকল্পনা তৈরির চেষ্টা করে, যা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে আক্রমণের মাধ্যমে শুরু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় চার বছরের যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে তার বিতর্কিত পরিকল্পনা অনুমোদনের জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।

কিন্তু ইউক্রেন খসড়া শান্তি প্রস্তাবের পরিবর্তন চেয়েছে। কারণ, এতে রাশিয়ার বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে।  এই ২৮-দফা বিশিষ্ট পরিকল্পনাটিতে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে, সেনাবাহিনী কমাতে এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে।

বিবৃতিতে একটি নতুন খসড়া ঘোষণার মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পরিবর্তনগুলো আসলেই করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘আলোচনাগুলো ছিল গঠনমূলক, লক্ষ্যভিত্তিক এবং শ্রদ্ধাপূর্ণ, যা ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনে সকল পক্ষের অভিন্ন অঙ্গীকারকে তুলে ধরা হয়েছে।’

এতে বলা হয়েছে, তারা নিশ্চিত করেছে যে, ভবিষ্যতের যেকোনো চুক্তিকে অবশ্যই ইউক্রেনের সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে রক্ষা করতে হবে এবং একটি টেকসই ও ন্যায়সঙ্গত শান্তি নিশ্চিত করতে হবে। এতে ‘তাৎপর্যপূর্ণ অগ্রগতির’ কথা উল্লেখ করা হয়েছে।

উভয় পক্ষ ‘আগামী দিনগুলোতে’ যৌথ প্রস্তাবনাগুলোতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার দল ইউক্রেনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সমৃদ্ধি নিশ্চিত করার ব্যাপারে ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

 

সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট