1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাদুরোর সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করলেন ট্রাম্প, মার্কিন হামলার প্রস্তুতির নিন্দা ভেনেজুয়েলার ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে শিশুসহ নিহত ৪, আহত ১১ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’য় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার : প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বোদায় ছাত্রদলের দোয়া মাহফিল ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচী শোকসংবাদ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৫ জানুয়ারি হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড ব্রাহ্মণবাড়িয়া  সাদ্দাম হত্যার প্রধান আসামি  দেলোয়ার হোসেন দিলীপ ও বাবুলক গ্রেফতার  পঞ্চগড় আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ করা হলো “স্বস্তি চত্বর”

তামাক নিয়ন্ত্রণের সমন্বিত উদ্যোগ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুর পৌরসভা সভাকক্ষে

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর দ্যা বেটার বাংলাদেশ এর আয়োজনে আজ ১২ ই নভেম্বর ২০২৫ সকাল ১১ টায় জামালপুর পৌরসভার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবতা ফোরাম এর সভাপতি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এম এইচ মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক, স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর ও প্রশাসক, জামালপুর পৌরসভা, জনাব মৌসুমী খানম। বিশেষ অতিথি ছিলেন জামালপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা, জনাব মোঃ হাফিজুর রহমান, আরো উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও র প্রতিনিধিগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সম্মানিত সাংবাদিকবৃন্দ ও পৌরসভার বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে তামাক ও তামাকজাত দ্রব্যাদি যেমনঃ গুল, জর্দা, খৌনা, সিগারেট, কিমাম এর ব্যবহারের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে আর্থিক বরাদ্দ ও সমন্বিত উদ্যোগের জন্য পৌর কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার ও এ বিষয় কর্মরত এনজিও সমূহের সমন্বয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নে গাইডলাইন অনুসারে উদ্যোগ গ্রহণের জন্য আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে অদ্যকার সভার প্রধান অতিথি উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ, জামালপুর থাকা অবস্থায় ১৫ই মার্চ ২০২৫ এ স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে নিজ নিজ বাজেটে অর্থ বরাদ্দের জন্য একটি নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনার আলোকে প্রধান অতিথি মহোদয় জামালপুর পৌরসভার তামাক বিরোধী কার্যক্রমের জন্য এক লক্ষ টাকার বরাদ্দের ঘোষণা দেন। তিনি আরো বলেন, তামাক ব্যবহারের কুফল সম্পর্কে পৌরসভা কর্তৃক মাইকিং এর ব্যবস্থা করা হবে, সামাজিক সংগঠন গুলোকে তামাক বিরোধী আন্দোলনে অর্থায়ন করার আশ্বাস প্রদান করেন।আলোচনায় অংশগ্রহণ করে পরিচালক, এইচ আর উন্নয়ন সংঘ, জনাব জাহাঙ্গীর সেলিম বলেন, ধূমপান রক্ষায় তার ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ননা করতে গিয়ে বলেন, পরিবার থেকেই ধূমপান বিরোধী কার্যক্রম পরিচালনা শুরু করতে হবে। তানভীর আহমেদ হীরা সভাপতি, বাংলাদেশ যক্ষা নিরোধ সমিতি (নাটাব) জামালপুর, আলোচনা অংশগ্রহণ করে বলেন তামাক জাতীয় পণ্যের প্রতিবাদে সকলকে সচেষ্ট হতে হবে, শুধু বিড়ি সিগারেট নয় তামাক জাতীয় সকল পণ্যের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পৌরসভা হতে তামাক ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহারকারীদের জন্য লাইসেন্সিং চালু করতে হবে। জনাব এম এ জলিল প্রাক্তন সভাপতি, জামালপুর জেলা প্রেস ক্লাব, আলোচনা অংশগ্রহণ করে বলেন তামাক হল মাদক সেবনের দরজা, সেটা পরিবার থেকেই বন্ধ করতে হবে, তিনি দুঃখ প্রকাশ করেন বর্তমান সময়ে ধূমপান বা মাদকের জন্য মেয়েদের অংশগ্রহণ বেড়েছে।
বিশেষ অতিথি জনাব মোঃ হাফিজুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা, জামালপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে এক লক্ষ টাকা বরাদ্দের বিষয়টি উল্লেখ করেন এবং তিনি বলেন স্থানীয় সরকার নির্দেশনা অনুসারে জামালপুর পৌরসভায় মাইকিং, লিফলেট, ব্যানার, উঠান বৈঠকের আয়োজন করবেন বলে ঘোষণা দেন। পৌরসভার সকল কর্মকান্ডের ক্রস কাটিং ইস্যু হিসেবে তামাক বিরোধী আলোচনা অন্তর্ভুক্ত করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট