1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফল নার্সিং ইনস্টিটিউট এর নবীন বরন ও প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হাটহাজারীর নাঙ্গলমোড়ায় শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ মেহেন্দিগঞ্জে ফুল দিয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন কয়েক শতাধিক নেতাকর্মী গাইবান্ধায় অজ্ঞানপার্টির কবলে স্বতন্ত্র এমপি প্রার্থীর  সর্বস্ব লুট আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তান – এম. জহির উদ্দিন স্বপন কালীগঞ্জে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধর অতঃপর ব্যবসায়ীর মৃত্যু পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের খামখেয়ালিপনা ও অনিয়ম: সীমাহীন ভোগান্তিতে গ্রাহকরা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আঞ্চলিক প্রেস ক্লাবের কমিটি গঠন

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর নবীন বরন ও প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান

গোলাম কিবরিয়া , বাউফল (পটুয়াখালী) 
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালীর বাউফল নার্সিং ইনস্টিটিউট এর ৩৯জন শিক্ষার্থীকে নিয়ে নবীন ও শিরা বরণ এবং ৭২ জন শিক্ষার্থীকে প্রতীকী পরিবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৭ ই জানুয়ারী দুপুর ১২টায় বাউফল উপজেলা নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে এর আয়োজন করা হয়।

বাউফল নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মরিয়ম বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ। অধ্যক্ষ মরিশম বেগম নার্সিং এর জনক ফ্লরিস নাইটেঙ্গেল কে স্মরন করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এ সময় নার্সিং জনকের স্মরণে বক্তব্য রাখেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ তানভীর, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারিয়া ও প্রথম বর্ষের শিক্ষার্থী লিমা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চাই আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকুক। আমরা যাতে আলাদা ভাবে গর্ব করে বলতে পারি বাউফল নার্সিং থেকে এসেছি। আজকের শপথের প্রতিটি বাক্য মেনে চলার চেষ্টা করবো।
তিনি আরও বলেন, নার্সরা ডাক্তারদের হেল্পিংহ্যান্ড হিসাবে কাজ করলেও রুগীদের একমাত্র সাহায্যকারী তারা। রুগীর পাশে থাকতে থাকতে তারা অনেক সময় রুঢ় আচরণ করেন রুগী ও তার স্বজনদের সাথে। বাউফল নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যেন সে বদনাম না থাকে। আগামীর দিনগুলো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের পরামর্শও দেন প্রধান অতিথি।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুর রউফ, বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক, সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব সদস্য অহিদুজ্জামান সুপন ও রিপোটার্স ইউনিটির সভাপতি সিদ্দিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটি সদস্য গোলাম কিবরিয়া সহ শতাধিক নার্সিং শিক্ষার্থী। নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ মরিয়ম বেগম বলেন আমাদের এই ইনস্টিটিউটে অনেক যন্ত্রপাতির অভাব রয়েছে শিক্ষককের অভাব রয়েছে। প্রতিষ্ঠানের বর্তমানে ১১১ জন শিক্ষার্থী রয়েছেন।তৃতীয় বর্ষে রয়েছেন ৪০ জন দ্বিতীয় বর্ষে রয়েছেন ৩২ জন এবং প্রথম বর্ষ নবীন যারা তারা আছেন ৩৯ জন।
অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের শিরা বরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ মিনারা বেগম শিক্ষার্থীদের প্রতীকী পড়িয়ে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট