1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হাটহাজারীর নাঙ্গলমোড়ায় শিক্ষা ও কৃষি সামগ্রী বিতরণ মেহেন্দিগঞ্জে ফুল দিয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন কয়েক শতাধিক নেতাকর্মী গাইবান্ধায় অজ্ঞানপার্টির কবলে স্বতন্ত্র এমপি প্রার্থীর  সর্বস্ব লুট আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করেছে পাকিস্তান – এম. জহির উদ্দিন স্বপন কালীগঞ্জে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধর অতঃপর ব্যবসায়ীর মৃত্যু পীরগঞ্জে সরকারি স্কুল শিক্ষকদের গণভোট সম্পর্কে অবহিতকরণ সভা তারাগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের খামখেয়ালিপনা ও অনিয়ম: সীমাহীন ভোগান্তিতে গ্রাহকরা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় আঞ্চলিক প্রেস ক্লাবের কমিটি গঠন পঞ্চগড়ের বোদায় ভোটকেন্দ্র বহাল রাখার দাবিতে  বিএনপির সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম সভা অনুষ্ঠিত

 আব্দুল্লাহ্ আল মামুন , পঞ্চগড়
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় – এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১ টায় তেঁতুলিয়া উপজেলার মডেল মসজিদ হলরুমে এ সাধারণ সভার আয়োজন করা হয়।

সভায় তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. মাসুদ আল করিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমবায় অফিসার মো. মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোস্তফা কামাল বলেন, সমবায় হচ্ছে মানুষের আর্থসামাজিক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবস্থাপনা ও স্বচ্ছতা বজায় রাখলে সমবায় আন্দোলন আরও বেগবান হবে।

তিনি আরও বলেন, সরকার সমবায় ভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষক-কর্মচারীদের উচিত এই সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মামুনুর কবীর, পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সাধারণ সম্পাদক মো. আসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. রেজাউল করিম লিটন, পঞ্চগড় সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান ফারুক আহাম্মেদ, আটোয়ারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মুহাম্মদ বিপ্লবী জিল্লুর হোসেন সরকার, বোদা উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. হকিকুল ইসলাম এবং দেবীগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর চেয়ারম্যান মো. নুরে আলম।

বিশেষ অতিথিদের বক্তব্যে বক্তারা বলেন, শিক্ষক-কর্মচারীদের অর্থনৈতিক স্বচ্ছলতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সংগঠনকে আরও শক্তিশালী করতে সদস্যদের সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে হবে। সভাপতির বক্তব্যে মো. মাসুদ আল করিম সরকার বলেন, এই ইউনিয়ন শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, এটি শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহমর্মিতা ও উন্নয়নের প্রতীক। ভবিষ্যতে আরও আধুনিক ও যুগোপযোগী সেবা চালুর মাধ্যমে সদস্যদের কল্যাণ নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে ইউনিয়নের বার্ষিক আয়-ব্যয় হিসাব উপস্থাপন করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সাধারণ সম্পাদক মামুনুরর রশীদ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট