1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
মাদুরোর ঘনিষ্ঠ শিল্পমন্ত্রীকে বরখাস্ত করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বিক্ষোভকারীদের ফাঁসি না দেওয়ায় ইরানকে ‘ধন্যবাদ’ জানালেন ট্রাম্প সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ৮ম দিনের আপিল শুনানি চলছে কুমিল্লা নাঙ্গলকোটে দুই গ্ররুপে সংঘষে নিহত ২, আহত ২০ জন হ্যাঁ ভোটের আহ্বান জানালেন উপদেষ্টা আদিলুর রহমান খান বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার ও আচারনবিধি লঙ্ঘনের প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীর বাঘহাটায় কারখানার মূল ফটকের রাস্তা কেটে প্রতিবন্ধকতা, বন্ধের হুমকি গণভোট নিয়ে সমালোচনা অজ্ঞতাপ্রসূত, প্রস্তুতির কাজ শেষ: শফিকুল আলম নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর!

নরসিংদীর বাঘহাটায় কারখানার মূল ফটকের রাস্তা কেটে প্রতিবন্ধকতা, বন্ধের হুমকি

ফালু মিয়া
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর বাঘহাটা এলাকায় একটি শিল্পকারখানার মূল ফটকের যাতায়াতের একমাত্র রাস্তা কেটে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কারখানা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে কারখানার মালিকসহ শতাধিক শ্রমিক চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে। ভুক্তভোগীদের অভিযোগ, বাঘহাটা এলাকায় অবস্থিত ‘সুরেশ সরিষার তেল’ শিল্পকারখানাটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাঘহাটা এলাকায় ভাড়া নেওয়া জমিতে প্রায় ১০ বছর আগে স্থাপন করা হয়। সম্প্রতি মহাসড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই জমি অধিগ্রহণের প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়।কারখানার মালিক সুধির চন্দ্র সাহার অভিযোগ, জমির প্রকৃত মালিক তাকে না জানিয়ে কিছু অধিগ্রহণ কর্মকর্তাকে ম্যানেজ করে কারখানার স্থাপনা বাবদ প্রায় ৬ কোটি টাকার ক্ষতিপূরণ আত্মসাতের উদ্দেশ্যে নিজের নামে লিপিবদ্ধ করেন। বিষয়টি জানতে পেরে তিনি বাঘহাটা এলাকার মানিক গাজী, রব গাজী, ছায়া গাজী এবং শিলমান্দী এলাকার মুমেন সরকারের বিরুদ্ধে দেওয়ানি আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেন।পরবর্তীতে মামলাটি তারিখ বিভ্রাটের কারণে খারিজ হলেও পুনরুজ্জীবনের জন্য একই আদালতে পুনরায় একটি ছানী মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, ওই মামলাটি খারিজ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিপক্ষরা প্রশাসনকে প্রভাবিত করে সন্ত্রাসী লোকজন নিয়ে এসে চালু কারখানা বন্ধের চেষ্টা চালায়।কারখানার মালিক ও শ্রমিকদের অভিযোগ, প্রতিপক্ষরা কারখানার মূল ফটকের সামনে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তা কেটে দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং কারখানা বন্ধ না করলে প্রাণনাশের হুমকি দেয়। এতে কারখানায় শ্রমিকদের প্রবেশ, কাঁচামাল আনা-নেওয়া ও প্রস্তুত পণ্য পরিবহন কার্যত বন্ধ হয়ে গেছে।কারখানা কর্তৃপক্ষ জানায়, রাস্তা কেটে দেওয়ার কারণে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।একাধিক শ্রমিক জানান, হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে তাদের জীবিকা ও কারখানার অস্তিত্ব হুমকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।এ বিষয়ে অভিযুক্ত প্রতিপক্ষ বা সংশ্লিষ্ট অধিগ্রহণ কর্মকর্তারা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।এ ঘটনায় কারখানা মালিক পক্ষ থেকে নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তারা অবিলম্বে রাস্তা পুনরুদ্ধার, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, “এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট