
প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) শফিকুল আলম বলেছেন, গণভোট নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। তিনি উল্লেখ করেন, সারা বিশ্বেই সরকারগুলো গণভোটে নির্দিষ্ট কোনো পক্ষের অবস্থান নেয়, এটি একটি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া।
শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ সৈয়দ আহমদ গেছুদারাজ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সংস্কার ও ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব শফিকুল আলম বলেন, “আমরা সংস্কারের পক্ষে এবং দেশের অপশাসন দূর করতে চাই। বিগত সরকারের সময় যে ধরনের শাসনব্যবস্থা গড়ে উঠেছিল, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য আমরা সংস্কারের স্বপক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।” তিনি আরও যোগ করেন, ব্যাংক খাতের অনিয়ম ও অর্থ পাচার বন্ধ করতে হলে এই সংস্কার প্যাকেজ বাস্তবায়ন জরুরি। বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।
নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই উল্লেখ করে প্রেস সচিব বলেন, “নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর হবে। গতকালের ক্যাবিনেট মিটিংয়েও এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে, নির্বাচনের সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং ও পোলিং অফিসার নিয়োগসহ প্রয়োজনীয় সব কার্যক্রম শেষ। এখন আমরা শুধু ভোটের অপেক্ষায় আছি।”
রুমিন ফারহানার শঙ্কা ও তারেক রহমানের পরিবারের সাক্ষাৎ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার নির্বাচন কেন্দ্রিক আশঙ্কার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তার এই শঙ্কা অমূলক। সরকার কারো প্রতি পক্ষপাতিত্ব করছে না, আমাদের কাজের মাধ্যমেই আমরা সেটি প্রমাণ করব।”
এছাড়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারের সদস্যদের যাওয়ার বিষয়ে তিনি বলেন, “এটি ছিল সম্পূর্ণ একটি পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। সেখানে কোনো ডিনার বা অফিসিয়াল বৈঠক হয়নি। এ নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা ডাহা মিথ্যা।”
মাজার জিয়ারতের সময় আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া, আখাউড়া থানার ওসি জাবেদ-উল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদসহ স্থানীয় মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।