
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) সংসদীয় আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত বাংলাদেশ জাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বড়ুয়া মনোজিত ধীমন মটরগাড়ি প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে দাউদকান্দি উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের কাছে তিনি এ পত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে বড়ুয়া মনোজিত ধীমন বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন প্রত্যাশা করছি।