
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর মাহমুদুল হক রুবেল বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি শেরপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের সমর্থন ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য, নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর-৩ আসনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিনে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।