
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ ঘোড়াঘাট শাখা অফিসের উদ্যোগে ২০০ দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে, আজ সোমবার দুপুর ১২.৩০ মিনিটে বিজ অফিস কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করা হয় ম্যানেজার শিক্ষা ও সামাজিক সুরক্ষা আনোয়ার জাহিদ এর সঞ্চালনায়, গাইবান্ধা জোনের জোনাল ম্যানেজার মোঃ শেখ মনির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মাছুদরানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফজাল হোসেন, পলাশবাড়ী সাব জোনের সাব জোনাল ম্যানেজার মো: মোজাহারুল ইসলাম গাইবান্ধা জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মো: আহসান হাবীব,ঘোড়াঘাট বিজ অফিসের ম্যানেজার মোঃ আল কাউসার শেখ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।