1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকশীগঞ্জ দত্তেরচর যুব সমাজের উদ্যোগে মিনিনাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন যথাযথ মর্যাদায় কুয়েত এ বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে নরসিংদীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় গাইবান্ধায় জিইউকে প্রিন্টার্সের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার অভিবাসী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন কাল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা কাল টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির শাহজাদপুরে বিস্তৃর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ

সিইসি ও ইসিসহ নির্বাচনী কর্মকর্তাদের নিরাপত্তা চেয়ে চিঠি

মো: শাহজাহান খান
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার (ইসি), নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তা চেয়ে মহাপুলিশ পরিদর্শককে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

গত  শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এসূত্রে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বিশেষ নিরাপত্তা বিধান প্রয়োজন। তদানুযায়ী নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো :

(ক) প্রধান নির্বাচন কমিশনারের নিরাপত্তার জন্য ইতোমধ্যে গাড়িসহ পুলিশ নিরাপত্তা (স্কর্ট) বিদ্যমান রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনারের জন্য অতিরিক্ত আরো একটি গাড়িসহ পুলিশ নিরাপত্তা (স্কর্ট) প্রদান; এবং (খ) নির্বাচন কমিশনারগণ (চারজন) ও সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকাস্থ বাসভবন, অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশ নিরাপত্তা (স্কর্ট) প্রদান।

এমতাবস্থায়, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং সিনিয়র সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা’র বাসভবন, অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার নিমিত্তে পুলিশি নিরাপত্তা (স্কর্ট) প্রদানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

ইসির  অপর এক চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। এই নির্বাচনে নিম্নোক্ত তিনজন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে:

(ক) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা (১৮৬ ঢাকা-১৩ এবং ১৮৮ ঢাকা-১৫ আসনের জন্য)
(খ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, চট্টগ্রাম (২৮৮ চট্টগ্রাম-১১ আসনের জন্য)
(গ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা (১০১ খুলনা-৩ আসনের জনা)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উল্লিখিত রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গানম্যান নিয়োগের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

বর্ণিতাবস্থায়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে উপরোল্লিখিত রিটার্নিং অফিসারগণের সার্বক্ষণিক নিরাপত্তার নিমিত্তে গানম্যান প্রদানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

মহাপুলিশ পরিদর্শক বরাবর পাঠনো ইসির আরেক চিঠিতে বলা হয়েছে, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে। সময়সুচি জারির পর দুর্বৃত্তরা জেলা নির্বাচন অফিস, লক্ষ্মীপুর এবং উপজেলা নির্বাচন অফিস, মঠবাড়িয়া, পিরোজপুরে অগ্নিসংযোগ করেছে। এ প্রেক্ষাপটে সারাদেশে মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস এবং উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল, যন্ত্রপাতি সংরক্ষিত রয়েছে বিধায় উক্ত অফিসসমূহে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও নির্বাচনী মালামালের সুরক্ষাসহ অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক বলেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

এমতাবস্থায়, আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিস, উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট