
বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে শহরের একটি হোটেলের বারান্দায় সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
এ বছর নোবেল শান্তি পুরস্কার পেলেও, দেরিতে নরওয়ে পৌঁছানোর কারণে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মাচাদো। তাই, তার অনুপস্থিতিতেই পুরস্কার প্রদান সম্পন্ন করা হয়।
গত ১১ মাস ধরে আত্মগোপনে থাকা মাচাদোর শেষ জনসম্মুখে উপস্থিতি ছিল চলতি বছরের ৯ জানুয়ারি, করাকাসে।
ওই দিন তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
সূত্র : খবর বার্তা সংস্থা এএফপি’র।