
আজ সরকারি এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজয় দিবস-২০২৫ উদযাপনের আগে প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ থাকবে।
এছাড়াও, ১৬ ডিসেম্বর সকালে, ভিভিআইপি, ভিআইপি ও আমন্ত্রিত অতিথিদের পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে।
দিবস উদযাপনের অংশ হিসেবে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার রাস্তা ধরে কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না।
সূত্র : অনলাইন