1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ  তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা ও অভিনন্দন ইবিআর সদস্যদের সক্ষমতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করছেন  কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আনাসকে ধর্ম উপদেষ্টার অভিনন্দন উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আচরণবিধি নিশ্চিতে ম্যাজিস্ট্রেট চেয়েছে ইসি বিজয় দিবস উদযাপনের আগে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষিদ্ধ ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব মানবাধিকার দিবস পালন: ‘বার আউলিয়া সংস্থার’ আলোচনা সভা  আইনের চোখে সবাই সমান-আইন ও অধিকার ফাউন্ডেশন

চীন-রাশিয়ার যৌথ যুদ্ধবিমান টহলে জাপান-ন্যাটো’র গভীর উদ্বেগ

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

চীন-রাশিয়ার সাম্প্রতিক যৌথ যুদ্ধবিমান টহল নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ন্যাটো ও জাপান। এ বিষয়ে একমত হয়েছেন ন্যাটো প্রধান মার্ক রুটে এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি।

বুধবার রাতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। তাইওয়ান ইস্যুতে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যে বেইজিং ক্ষুব্ধ হয়। এর ফলে জাপান-চীনের সম্পর্কে টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতেই মঙ্গলবারের ঘটনাটি ঘটে।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উভয় পক্ষ এই ঘটনাটি নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে অপরের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখতে সম্মত হয়েছে।’

বিবৃতিটি ন্যাটো প্রধান রুটে এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমির মধ্যে অনুষ্ঠিত ১৫ মিনিটের এক ভিডিও কনফারেন্সের পর দেওয়া হয়েছে।

কোইজুমি রুটেকে আরও জানান, সম্প্রতি চীনা যুদ্ধবিমান তাইওয়ান সংলগ্ন আকাশে জাপানি বিমানের দিকে রাডার লক করে।

টোকিওর তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাশিয়ার দুটি টু-৯৫ পারমাণু সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে গিয়ে পূর্ব চীন সাগরে চীনের দু’টি এইচ-৬ বোমারু বিমানের সঙ্গে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপান ঘিরে টহল চালায়।

এ ঘটনায় জাপান জরুরি ভিত্তিতে যুদ্ধবিমান পাঠায়।

এদিকে, মঙ্গলবার দক্ষিণ কোরিয়া জানায়, একই দিনে রাশিয়া ও চীনের যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলেও প্রবেশ করে। তখন সিউলও যুদ্ধবিমান মোতায়েন করে।

চীন পরে নিশ্চিত করে, রাশিয়ার সঙ্গে এ মহড়া তাদের ‘বার্ষিক সহযোগিতা পরিকল্পনা’র অংশ।

রাশিয়া জানায়, এটি একটি নিয়মিত মহড়া। যা আট ঘণ্টা ধরে চলে। এ সময় বিদেশি যুদ্ধবিমানও তাদের অনুসরণ করে।

গত মাসে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, তাইওয়ানে চীনের হামলা হলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করবে।

এদিকে, বেইজিং তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের হুমকি দিয়ে আসছে।

 

সূত্র : টোকিও থেকে এএফপি এ খবর জানায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট