1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ :

দক্ষিণ চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শানতোউ শহরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে বলে বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

মঙ্গলবার রাত প্রায় ৯টা ২০ মিনিটে চার তলা ওই ভবনে আগুন লাগে এবং স্থানীয় দমকল বিভাগ এক ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে, রাত ১০টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চাওনান জেলা ফায়ার অ্যান্ড রেসকিউ টিমের বরাত দিয়ে জানানো হয়, ভবনটি ছিল চার তলা কংক্রিট কাঠামো এবং আগুনে প্রায় ১৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার প্রাথমিক পর্যায়ে বুধবার সকালে আট জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও, পরে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিশ্চিত করেছে যে এই ঘটনায় মোট ১২ জন মারা গেছে এবং আহত অবস্থায় চার জনকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।

গত মাসে পার্শ্ববর্তী হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি উচ্চ ভবন পুড়ে যায় এবং সেখানে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়।

ওই ঘটনার পর, চীনজুড়ে বহুতল ভবনগুলোতে অগ্নিঝুঁকি মোকাবিলায় বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে সরকার।

দমকল বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও পরবর্তী কার্যক্রম ‘সুশৃঙ্খল ভাবেই’ চলছে।

 

সূত্র: খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট