
ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র(GUK) বাস্তবায়নে জেলা ও উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬ দিনব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসেবে ১০ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠে ‘’SWABOL’’ প্রকল্পের জেলা ও উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন সদস্যদের অংশগ্রহণে মানববন্ধন ও পালাগানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহম্মেদ (লস্কর), শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপাধাক্ষ সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ ও লেখক সংগঠক নাসরিন সুলতানা, উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি জয়গুন বেগম,সহ-সভাপতি সামছুসাহার বেগমসহ উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।