
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে আরাফাত রহমান কোকো ক্রিড়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও নবীনগর উপজেলা বিএনপি’র সহ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর নিজ অর্থায়নে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করায় হয়।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা বাড়িখলা বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা ও মদীনাতুল উলুম মাদ্রাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি-দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মো আবু তালেব, ব্রাহ্মণবাড়িয়া জেলা আরাফাত রহমান কোকো ক্রিড়া পরিষদের যুগ্ম আহবায়ক মো সাদেক হোসেন, লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লাউর ফতেহপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের বিএনপির সভাপতি ফয়েজ আহমেদ, সহ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য কাদির মেম্বার প্রমুখ।
দোয়া ও মোনাজাত করেন বহুমুখী হাফিজিয়া মাদ্রাসা ও মদীনাতুল উলুম মাদ্রাসা এবং বায়তুল কুদ্দুস জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা আনাস আহামেদ,মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম। দোয়া ও মোনাজাত শেষে সকলের মাঝে তাবারুক বিতরণ করায় হয়।