
ভুয়া তথ্য, ভুল রিপোর্টিং ও আইনগত জটিলতার ঝুঁকি মোকাবিলায় অনলাইন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় শহরের কাউতলি স্বপ্নতরী কনভেনশন হলে “অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ: সৃজনশীল লেখক ও সাংবাদিকদের কর্মশালা” শীর্ষক এই গুরুত্বপূর্ণ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সাংবাদিকতা, আইন ও সৃজনশীল লেখালেখি—এই তিনটি বিষয়ে একাধিক সেশন পরিচালনা করেন দেশের খ্যাতমান প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণের সেশনগুলোতে সাংবাদিক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন ‘অনলাইন সাংবাদিকতা ও জাতীয় নির্বাচনী রিপোর্টিংয়ে সতর্কতা’ নিয়ে আলোচনা করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরিফ খান সাংবাদিকদের জন্য আইনি জ্ঞান ও অনলাইন তথ্যপ্রকাশ সংক্রান্ত করণীয়-নিষেধের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এছাড়া কবি ও গবেষক ইমরান মাহফুজ সৃজনশীল লেখালেখি ও কার্যকর কন্টেন্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল আবু জাফর মুহাম্মদ আরিফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের গবেষক ও পরিচালক ড. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসনের এনডিসি শাহরিয়ার হাসান, প্রেস ক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, বুমা’র সভাপতি কবি লিটন হোসাইন জিহাদ, কবি ও সংগঠক রেজাউল করিম, এবং সাধারণ সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা উল্লেখ করেন, ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এবং আইনি জটিলতা এড়াতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও গবেষণামূলক কাজের গুরুত্ব অপরিসীম। কর্মশালায় জেলার বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যম সংশ্লিষ্টরা অংশ নেন।