
বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্ব করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার সাথে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দীন এবং সাধারণ সম্পাদক মাওলানা আলাল উদ্দীন। এছাড়া বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট শাকিল উদ্দীন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা নুরুল ইসলাম আকন্দ, আলী মর্তুজা, রফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাকসহ যুব বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।