
সাদ্দাম হত্যা: প্রধান আসামি দেলোয়ার দিলীপের বহিষ্কার ও ফাঁসির দাবিতে ১০ নং ওয়ার্ড বিএনপি’র বিক্ষোভ।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সাদ্দাম হোসেনকে (৩২) গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন দিলীপের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) এবং দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে ৩ ডিসেম্বর শহরের কান্দিপাড়া থেকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ১০ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অবিলম্বে দেলোয়ার হোসেন দিলীপকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আসামির ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।
মামলার প্রেক্ষাপট: নিহত সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য ছিলেন। গত ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাতে শহরের কান্দিপাড়া এলাকায় তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত সাদ্দামের বাবা মো. মস্তু মিয়া বাদী হয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ওরফে দিলীপকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
দলীয় ব্যবস্থা ও গ্রেপ্তার: চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর পরই র্যাব অভিযান চালিয়ে প্রধান আসামি দেলোয়ার হোসেন দিলীপকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। একই সাথে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি দেলোয়ার হোসেন দিলীপের দলীয় পদ স্থগিত করেছে। তবে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।