
একুশে টেলিভিশনের সাবেক সিএনই, বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ২নং ধলই হাধুরখীল এলাকার মরহুম সাংবাদিক ওবায়দুল হকের তৃতীয় সন্তান ইব্রাহীম আজাদ (৬৩) আর নেই। তিনি গত রবিবার ( ৩০ নভেম্বর) ঢাকার গুলশান ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন এবং তিন দিন আগে তার হৃৎপিণ্ডে রিং প্রতিস্থাপন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার ছেলে অস্ট্রেলিয়ায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এবং মেয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।
আগামীকাল সকালে ঢাকা প্রেসক্লাবে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে চট্টগ্রাম হাটহাজারীতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, ইব্রাহীম আজাদ সাবেক সেনাপ্রধান মো. হারুনুর রশিদের চাচাতো ভাই। আল্লাহ তায়ালা মরহুমের রূহকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন—আমিন।