1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
 প্রেম, বেদনা আর বাস্তবতার গল্পে ইমন খানের নতুন গান ‘তোমার বাসর রাইতে বন্ধু আমার হইবোরে কবর’ জাতীয় প্রেসক্লাবের সামনে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জাতীয়তাবাদী পেশাজীবি দল চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতা ঝিনাইগাতীতে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৮ ডিগ্রিতে রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ হোয়াইট হাউসের বৈঠক যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড পরিকল্পনা বদলাতে ব্যর্থ হয়েছে : ডেনমার্ক মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শরীয়তপুরের রুদ্রকরে দোয়া মাহফিল

আগামী ২৭ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫

ভোরের আওয়াজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আগামী ২৭ নভেম্বর থেকে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী ‘সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫’।

মেলার আয়োজন করছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। চতুর্থবারের মতো আয়োজিত এ মেলায় কাঁচামাল, যন্ত্রপাতি ও প্রযুক্তি প্রদর্শন করবে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ২৫টি দেশের ১৩৫টি প্রতিষ্ঠান ও ৩০০টি ব্র্যান্ড। অংশ নেবেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও বায়ারস। থাকছে তিনটি সেমিনার, জব ফেয়ার, বিটুবি ও বিটুসি মিটিং, রাফেল ড্র, লাইভ ডেমোনস্ট্রেশন, স্পট অর্ডার এবং নতুন পণ্যের উন্মোচন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম। মেলার নানা দিক তুলে ধরেন ফেয়ার কমিটির চেয়ারম্যান ও বিসিএমইএ’র জেনারেল সেক্রেটারি ইরফান উদ্দীন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএমইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, আব্দুল হাকিম সুমন, ভাইস প্রেসিডেন্ট রাশীদ মাইমুনুল ইসলাম, পরিচালক মো. জিয়াউল হক জিকু, শেলটেক সিরামিকস লি.-এর পরিচালক সৈয়দ আব্দুল্লাহ জেমি, ডিবিএল সিরামিকস লি.-এর হেড অব মার্কেটিং দিদারুল আলম খান, আকিজ সিরামিকস লি.-এর জেনারেল ম্যানেজার মো. আশরাফুল হক এবং মেঘনা সিরামিকের ম্যানেজার শাহাজাদা ইয়াসির আরাফাত শুভ।

বিসিএমইএ প্রেসিডেন্ট মইনুল ইসলাম বলেন, দেশে বর্তমানে টেবিলওয়্যার, টাইলস ও স্যানিটারি ওয়্যারের ৭০টিরও বেশি কারখানা রয়েছে। স্থানীয় বাজারে বার্ষিক বিক্রি প্রায় ৮ হাজার কোটি টাকা। গত দশ বছরে উৎপাদন ও বিনিয়োগ বেড়েছে ১৫০ শতাংশ। প্রায় ৫০টি দেশে রপ্তানির মাধ্যমে বছরে ৫০০ কোটি টাকা আয় হচ্ছে। বর্তমানে এ খাতে মোট বিনিয়োগ প্রায় ১৮ হাজার কোটি টাকা এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে কর্মসংস্থান রয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের।

ফেয়ার কমিটির চেয়ারম্যান ইরফান উদ্দীন বলেন, উন্নত মান ও আকর্ষণীয় ডিজাইনের কারণে বিশ্ববাজারে বাংলাদেশের সিরামিক পণ্যের চাহিদা বাড়ছে। নতুন বাজারও তৈরি হচ্ছে। সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫ এশিয়ার অন্যতম বৃহৎ প্রদর্শনী, যেখানে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি, নতুন পণ্য ও উৎপাদন দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, অটোমেশন, উন্নত ডিজিটাল প্রিন্টিং, রোবোটিক হ্যান্ডলিংসহ উন্নত প্রযুক্তির ব্যবহারে ভবিষ্যতে সিরামিক উৎপাদন আরও দ্রুত, নির্ভুল ও খরচ সাশ্রয়ী হবে। বিশ্বব্যাপী স্মার্ট টাইলস ও সেন্সর-যুক্ত পণ্যের ব্যবহার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের বাজারেও পড়বে। এই এক্সপো স্থানীয় উৎপাদনকারীদের সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তির সেতুবন্ধন তৈরি করবে।

চারদিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রিন্সিপাল স্পন্সর শেলটেক সিরামিকস; প্লাটিনাম স্পন্সর ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক; গোল্ড স্পন্সর মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি, ডিএলটি ও সাকমি।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট