
শীতের হিমেল হাওয়া মধুর
দেয় শান্তি মনে
তবু মানুষ রাত জাগা পাখি
ঘুম আসে না প্রাণে।
পৃথিবী হয়েছে দূষিত বায়ু
বিদায় নিয়েছে ঘুম
মোবাইল টিপে দিনরাতে
চোখের তারায় নেই ঘুম।
ঘুম পালায় যায় চুপটি করে
মোবাইল টিপে রাতে
লেপের নিচে মোবাইল নেয়
বাটুন টিপে হাতে।