কবিতা/আল্লাহ আমার /এম এম মিজান
এম এম মিজান
-
প্রকাশিত:
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

আল্লাহ আমার
এম এম মিজান
আল্লাহ আমার সৃষ্টিকর্তা
আল্লাহ আমার রব।
তিনি ছাড়া এই দুনিয়ায়।
নেই কেউ পরাভব।
আল্লাহ আমার রিজিক দাতা,
আল্লাহ আমার প্রভু।
খোদার হুকুম তালিম করিনা,
খাওয়ান, পরান তবু।
আল্লাহ আমার দয়ার সাগর,
আল্লাহ আমার খালিক।
আসমান জমিন সব কিছুর,
তিনি একমাত্র মালিক।
আল্লাহ আমার হুকুম দাতা,
আল্লার বিধান মেনে।
ইসলামি আইন পাস করব,
সমাজের সবখানে।
সংবাদটি শেয়ার করুন
আরো সংবাদ পড়ুন