1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে বিএনপির উঠান বৈঠক সাবেক ডিসি বারী লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ কবিতা/জীবন শেষ নয়/মোহাম্মদ আলীম-আল-রাজী বাউফলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ -দপ্তর সম্পাদক এর গনসংযোগ ও পথ সভা কবিতা/শূন্যতার ছোঁয়া /মোহাম্মদ আলীম -আল-রাজী  কবিতা/প্রিয় নবী /রাহেলা আক্তার  গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি এবং নবজাতকের মৃত্যু অভিযোগ ক্লিনিক ভাংচুর ও অগ্নিসংযোগ  মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন বান্দরবানের লামায় পালিত হলো দৈনিক কাল বেলা’র ৩য় বর্ষপূর্তি

কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যূত্থানটাই নাই…. পঞ্চগড়ে সারজিস আলম

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় 
  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যূত্থানটাই নাই, পরে আবার দেখা যাবে এই অভ্যূত্থানের যোদ্ধাদের অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আইনের আওতায় নিয়ে আসা হবে………. পঞ্চগড়ে সারজিস আলম

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদের ক্ষেত্রে যদি এমন হয় তাহলে কিছুদিন পরে দেখা যাবে অভ্যূত্থানটাই নাই। আবার কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যূত্থানের যারা যোদ্ধা ছিল, রাজপথে নেমেছিল তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তাদেরকে অভিযুক্ত করে একেকজনকে রাষ্ট্রদ্রোহী মামলা দেয়া হবে, বিভিন্নভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি শুক্রবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট এলাকায় শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মাঠে টুনিরহাট জুনিয়র ফুটবল একাডেমী আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সারজিস এসময় বলেন, আগামীতে যারা ক্ষমতায় আসতে তারা এই কাজগুলোই করবে আজকে থেকে পাঁচ, দশ, পনের বছর পর। আমাদের ওই জায়গাটা স্পষ্ট লাগবে। তখনি আমরা আমাদের এই জুলাই সনদে সাক্ষর বা এই কথাটা চিন্তা করবো। যেহেতু অর্ন্তবর্তী সরকার আবারো দায়সারা ভাব দেখিয়েছে। এজন্য আমরা সেখানে অংশগ্রহণ করিনি। বর্তমানে এমন একটি অবস্থা যে নামকাওয়াস্তে সাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলেই হইলো। এতে কোন সংস্কার হোক আর না হোক। জুলাই সনদের কোন আইনী ভিত্তি থাকুক আর নাই থাকুক। পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করুক আর নাই করুক। তাদের কাজ কোনমতে সাক্ষরটা হয়ে যেতে পারলেই হইলো। তাদের কাছে নতুন কিছু চাইনি যে এই এই দাবি আমাদেরকে আবার নতুন করে দিতে হবে। তারা ঐক্যমত কমিশনে ঐক্যমত হয়েছে যে যেই দাবিগুলোতে আমরা চেয়েছি, এটা একদম ক্লেয়ার আইনী ভিত্তি।
তিনি আরো বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার গতকাল সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১২ ঘন্টা কোন রিসপন্স করেন নি। আমরা আমাদের জায়গা থেকে একদম স্পষ্ট অবস্থান জানিয়েছি। আমাদের আহ্বায়ক আগেই বলেছিলেন, আমরা অনেক ছাড় দিয়েছি ৫ আগষ্টের পর থেকে। ঘোষণা পত্রেও ছাড় দিয়েছি। কিন্তু দেখেন ওই ঘোষণা কি?। নামকাওয়াস্তে একটা রিটেন পেপার হয়ে বসে আছে। কোন কার্যকারিতা দেখছিনা আমরা আমাদের জায়গা থেকে।
বিএনপিকে উদ্যেশে করে সারজিস বলেন, বিএনপি তাদের জায়গা থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায়, ৬-৭ টা জায়গায় নোট অব ডিসেন্ট দিয়ে রেখেছে। এগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে যেগুলোতে দেয়নি এরকম ৫০ টা না হয়ে এ রকম ৫ টা হওয়া বেশি প্রয়োজনীয়। এইটাতো এই অর্ন্তবর্তী সরকারকে ক্লেয়ার করতে হবে। যে গণভোটে যে জুলাই সনদের পক্ষে রায় যায়। তাহলে ওই নোট অব ডিসেন্ট গুলোর কার্যকারিতা থাকবে কিনা। তখন তো এটা থাকার প্রশ্নই আসেনা। ধরেন কোন একটা দল ক্ষমতায় এসে তখন যদি বলে, এই এই বিষয়ে আমাদের তো নোট অব ডিসেন্ট ছিল আমরা এগুলো বাস্তবায়ন করবো না। সে ক্ষেত্রে অবস্থানটা কি হবে। আইনী ভিত্তি টা কি হবে। ব্যবস্থাটা কি হবে। এগুলোর কোন কিছু ক্লেয়ার করা হয় নাই। এই গুরুত্বপূর্ণ জায়গাটা যখন ক্লেয়ার করা হবে না এবং এটা আসলে এই সনদটা আমরা আমাদের জায়গা থেকে চেয়েছি যে প্রধান উপদেষ্টা এই আদেশটা জারি করবেন। আমরা ওই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি থেকে ওই আদেশটা জারি করা কখনো এগ্রি করিনা। এজন্য আমরা খুবই যৌক্তিক যেগুলো একদিনের মধ্যে ডিক্লেয়ারেশন দিয়ে বা একটা ঘোষণা দিয়ে ক্লেয়ার করা যায় মানুষের সামনে।
সারজিস বলেন, প্রথমত এই অর্ন্তবর্তী সরকার জুলাই সনদ সাক্ষর করবে সেখানে এনসিপির কথা বাদই দিলাম। সেখানে তো প্রধান অতিথিদের কাতারে বা সামনের সারিতে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার তাদেরই থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখলাম এটা রাজনৈতিক দলের একটা চুক্তির মত যেমন মিলনমেলা হয়। ওই রকম মিলনমেলা হয়েছে। না এখানে কোন জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবার গুলোর ওরকম কোন আসন আছে। না কোন ওরকম ব্যবস্থা আছে। এমন একটা পরিস্থিতিতে তাদের যদি নিজেদের কোন ক্ষোভ তৈরী হয়। ওই ক্ষোভের প্রকাশ আমার মনে হচ্ছে সেখানে দেখিয়েছে। এটা কিন্তু অর্ন্তবর্তী সরকার প্রশাসনের মাধ্যেমে হোক বলেন আর নিজেরাই বলেন, অন্যভাবে ডিল করতে পারতো। কিন্ত তারা যেভাবে সেখানে লাঠিচার্জ করেছে, টিয়ারশেল ছুঁড়েছে, রাবার বুলেট ছুঁড়েছে। এগুলো আসলে আসলে খুবই অপ্রত্যাশিত এবং দুঃখজনক।
চতুর্থ দিনে নওগাঁ ফুটবল উন্নয়ন একাডেমী ও রংপুরের জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।

 

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট