1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজ শারদীয় দুর্গাপূজার মহাদশমী বগুড়ায় মুক্তিযুদ্ধের প্রজন্মদলের পুজা মন্ডপ পরিদর্শন ও ৩১ দফার গণসংযোগ কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুকলার পরিদর্শন! বান্দরবানের লামায় ৫ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার ৪ কালাইয়ে জ্বিন চিকিৎসার নামে চলছে প্রতারণার রমরমা ব্যবসা মেলান্দহ মাদারগঞ্জ-৩ আসনে জনসভা করে প্রার্থিতা ঘোষণা করলেন সাদিকুর রহমান শুভ লাকসাম- মনোহরগঞ্জ সংসদীয় আসনে জনপ্রিয়তার শীর্ষে ডঃ একেএম জাহাঙ্গীর, কালিহাতীর নগরবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশে জনস্রোত, ধানের শীষের বিজয়ের অঙ্গীকার পাঁচবিবিতে সাংবাদিকের উপর হামলার আসামীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কুমিল্লায় ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নবাগত মহিলা ওসির সাহসী পদক্ষেপ!

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ঈদগাঁওয়ে ডাকাতি-অপহরণ নির্মূলে দূর্গম পাহাড়ী বনে চিরুনি অভিযান মোবারক হোসাইন, (কক্সবাজার)কক্সবাজারের ঈদগাঁও থানার অধীন দূর্গম পাহাড়ী জনপদ ঈদগাঁও -ঈদগড়-বাইশারী সড়কে যুগযুগ ধরে চলে আসা নিয়ন্ত্রণহীন ডাকাতি, অপহরণ ও ছিনতাই বন্ধে সাহসী পদক্ষেপ নিয়ে মাঠে নেমেছে সদ্য নবাগত মহিলা ওসি ফরিদা ইয়াসমিন। শুরু করেছেন পাহাড়,বন জঙ্গলে চিরুনি অভিযান।

বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) সকালে নবাগত ওসি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে দীর্ঘ সাড়ে তিন ঘন্টা ব্যাপী এ দূর্গম পাহাড়ী বনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চিরু অভিযান চলে । অভিযানে অংশ নেন জেলা পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সদস্য,রামু থানা,পেকুয়া থানা, ডিবির পুরুষ ও মহিলা পুলিশের সদস্যরা। অভিযানকালে ডাকাতদল ও অপহরণ চক্রের বন ও পাহাড়ে বিচরণের সম্ভাব্য স্থান ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় চিহ্নিত করা হয়। অভিযানকালে ঈদগড় ও ঈদগাঁও এলাকার জনগণ অভিযানকারীদের সহযোগিতা করেন।

দীর্ঘ অভিযান শেষে ওসি ফরিদা ইয়াসমিন স্থানীয় সাংবাদিকদের জানান,ডাকাতি, অপহরণসহ অন্যান্য অপরাধের শেকড় নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখবেন এবং অপরাধ বন্ধ করেই এ স্টেশন ছাড়বেন বলে অঙ্গীকার করেন। তিনি মহিলা হলেও এর চেয়ে বড় অভিযানের অভিজ্ঞতা তার রয়েছে এবং এর শেষ দেখেই ছাড়বেন জানান।

এদিকে সকালে গভীর জঙ্গলের পাহাড়ে-বনে চলা অভিযানের স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের এ মহিলা ওসির সাহসীকতার প্রশংসা করতে দেখা যায়। বিশেষ করে অত্র উপজেলার অনলাইন এক্টিভিস্ট ও সাধারণ জনগণকে বলতে এবং লিখতে দেখা যায় ঈদগাঁও থানায় রুপান্তর হওয়ার পর থেকে বিগত সময়ে কর্মরত থাকা পুরুষ ওসিরা অব্যাহত ডাকাতি, অপহরণ ও ছিনতাই নিয়ন্ত্রণে যা করার সাহস করেননি,তিনি মহিলা হয়েও যোগদানের এক সপ্তাহের মধ্যে দুই দফা এদূর্গম পাহাড়ে অভিযান পরিচালনা জনগণকে আইনশৃঙ্খলার উন্নয়নে আশাবাদি করে তুলছে এবং সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে। তারা নবাগত ওসির সফলতাও কামনা করেন।

উল্লেখ্য,নবাগত ওসি ফরিদা ইয়াসমিন ১৯ সেপ্টেম্বর যোগদানের দুইদিন পর ২২ সেপ্টেম্বর উক্ত সড়কে গণডাকাতি ও দুই জন অপহরণের শিকার হয়। ঘটনার পরপর তিনি পাহাড় জুড়ে চিরুনি অভিযানের এক পর্যায়ে চাপের মুখে একই দিন রাতে মুক্তিপণের বিনিময়ে অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয় ডাকাতদল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট