গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাপমারা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্র আষ্শিক পরিদর্শন করলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ আশরাফী আহমদ -এনডিসি।
গত ২৪ সেপ্টেম্বর/২৫ বুধবার সকাল ১০টায় সাপমারা ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রে এসে এলাকার গন্যমান্য ব্যক্তি, মিডওয়াইফগন,ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মীদর সাথে মত বিনিময় করেন মা ও শিশুদের খোঁজ খবর নেন নরমল ডেলিভেরীতে সন্তোষ প্রকাশ করেন এবং কেন্দ্রের কিছু সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরে পাশেই মহুলীপাড়া আদিবাসী সম্প্রদায়ের সাথে উঠান বৈঠক করেন। আদিবাসী সম্প্রদায়ের নারীরা ফুলেল শুভেচছা সহ নাচ-গানের তালে তালে প্রধান অতিথি কে বরণ করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মীর সাজেদুর রহমান,পরিচালক (প্রসাশন)পরিবার পরিকল্পনা অধিদপ্তর। মোঃ তছলিম উদ্দিন খান পরিচালক (আইইএম)পরিবার পরিকল্পনাঅধিদপ্তর। দেওয়ান মোর্শেদ কামাল,পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, রংপুর।
শা মোঃ নূূর,সহঃপরিচালক(সমন্বয়) মহাপরিচালকের দপ্তর। সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। মোঃ আব্দুল জলিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,গোবিন্দগঞ্জ। উৎপল সিন্জ,পরিচালক,( CHDP) ল্যাম্ব,পার্বতীপুর,দিনাজুর।
মোঃআবু তালেব, ভারঃচেয়ারম্যান, সাপমারা ইউনিয়ন পরিষদ। মোহাম্মদ আলী, প্রজেক্ট ম্যানেজার,( SRHMNCH) প্রজেক্ট ল্যাম্ব,পার্বতীপুর,দিনাজপুর প্রমুখ।