প্রি-প্রেইড মিটারে সংযোগ, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধের দাবিতে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বুধবার শহরের ডিবি রোড গানাসাস মার্কেটের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের জেলা সভাপতি আনাউর রহমান আনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম গোলাপ, সাম্যবাদী আন্দোলনের জেলা নেতা মনজুর আলম মিঠু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কৃষক শ্রমিক জনতালীগের জেলা সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, শ্রমিক নেতা সাদেকুল ইসলাম মুরাদ, দেবল কুমার সরকার, মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুব মিয়া, আবুল কালাম আজাদ, লুৎফর আবু তারেক, সাইফুল ইসলাম, আজাদ হোসেন, ঋষি প্রমূখ।
বক্তারা বলেন, পতিত স্বৈরাচারী সরকারের সিদ্ধান্ত প্রিপ্রেইড মিটার থেকে জনগণের কাছ থেকে প্রতিমাসে (১২৬ + ৪২) ১৬৮ টাকা করে অতিরিক্ত নেয়া হচ্ছে। প্রি-প্রেইড মিটারের সংযোগ বন্ধ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া, ট্যাক্স দেয়ার সিদ্ধান্ত নেসকো কর্তৃপক্ষকে দ্রুত বাতিল করে দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের বিচার এবং গ্রাহকদের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।