২৪-০৮,২৫ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সৈনিক হোটেলের হল রুমে কেন্দ্রীয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা তারেক পরিষদ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বেলা ৩ ঘটিকায় তারেক পরিষদের প্রথম অধিবেশন সম্মেলন হুমায়ূন কবীরের সভাপতিত্বে ও কামাল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত এবং কেন্দ্রীয় / জেলা নেতৃবৃন্দ উপস্থিত থেকে তারিখ পরিষদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।
কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ একটি স্বচ্ছ তারেক জিয়ার আদর্শে অনুপ্রাণিত এমন লোকদেরকে নিয়ে কমিটি গঠনের জোর তাগিদ দেন। কোন চাঁদাবাজ দুর্নীতিপরায়ণ লোক যেন কমিটিতে না ঢোকে সেদিকে খেয়াল রাখার জন্য নেতাকর্মীদের পরামর্শ দেন।
দ্বিতীয় অধিবেশনে উক্ত কাউন্সিল অধিবেশনে
বিকেল পাঁচটায় সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ,নবীনগর উপজেলা তারেক পরিষদের সভাপতি নিয়োগ দেওয়ার প্রস্তাব করলে উপস্থিত সকলে একযোগে মোঃ হুমায়ূন কবীরকে সমর্থন জানান, সাধারণ সম্পাদক হিসেবে কামাল মাস্টারকে সমর্থন দেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল হাদী, পর্যায়ক্রমে সকলের কণ্ঠ ভোটে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি জেলা নেতৃবৃন্দ ঘোষণা এবং অনুমোদন করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি।
বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, উপদেষ্টা তারেক পরিষদ কেন্দ্রীয় কমিটি। উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নূরে আলম তারেক পরিষদ সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফুর রহমান আল আমিন সাধারণ সম্পাদক তারেক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা। আবুল খায়ের সিনিয়র সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা।
কমিটি ঘোষণা শেষে বক্তব্যকালে প্রধান অতিথি এডভোকেট আবু ইউসুফ সরকার নিজেকে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে জাতীয় নির্বাচন করবেন বলে ঘোষণা দেন।