1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ রিয়েক্টিফাইভ উদ্ধার, আটক দুই বোয়ালখালীতে সেনাবাহিনীর দুর্ধর্ষ অভিযান অস্ত্র-ইয়াবাসহ তিন সন্ত্রাসী আটক, স্থানীয়দের মাঝে স্বস্তি! তিস্তার উপর মওলানা ভাসানী সেতুর উদ্বোধন: দুই জেলায় উন্নয়নের নতুন দিগন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বিন্যাসের পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ গোবিন্দগঞ্জে সরদার হাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক /মা সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে রাস্তায় ঘর নির্মাণ করায় চরম ভোগান্তিতে এলাকাবাসী। পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা পলাশবাড়ীর দুই উপ-সহকারী কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সাংবাদিক বনাম পুলিশ: ডবলমুরিং থানা ঘটনাকে ঘিরে চট্টগ্রামে উত্তাল বিতর্ক দোয়া কামনা

বোয়ালখালীতে সেনাবাহিনীর দুর্ধর্ষ অভিযান অস্ত্র-ইয়াবাসহ তিন সন্ত্রাসী আটক, স্থানীয়দের মাঝে স্বস্তি!

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নে সেনাবাহিনীর সফল অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ তিনজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক বিক্রি ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলো তারা। সেনাবাহিনীর এই অভিযান স্থানীয় জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। অভিযানের বিবরণ-
বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) ভোররাতে আনুমানিক সাড়ে চারটার দিকে স্থানীয় সোর্সের গোপন তথ্যের ভিত্তিতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন, পিএসসি, জি+ এর নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আটক তিন সন্ত্রাসী হলো— ১. মো. জাকির হোসেন (৭২), পিতা: আহমদ মিয়া
২. মো. আরমান হোসেন জিশান (২৮), পিতা: মো. জাকির হোসেন
৩. জুবাইদ হোসেন রাব্বি (১৭), পিতা: গিয়াস উদ্দিন,তাদের ঠিকানা— রহমান ফকিরের বাড়ি, গ্রাম: কধুরখীল, থানা: বোয়ালখালী, চট্টগ্রাম। উদ্ধারকৃত আলামত-অভিযানে সেনাবাহিনী তাদের কাছ থেকে উদ্ধার করে—২টি দেশীয় পিস্তল,৩টি দেশীয় অস্ত্র,২টি হ্যান্ড স্টিক,৩টি মোবাইল ফোন,ইয়াবা ট্যাবলেট
স্থানীয়দের আতঙ্কের অবসান
স্থানীয় সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাতো। দোকানদার ও নিরীহ মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করতো নিয়মিত। পাশাপাশি এলাকায় ইয়াবা বিক্রি করে তারা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। যার ফলে অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছিল।
সেনাবাহিনীর আকস্মিক এই অভিযানে সন্ত্রাসীরা ধরা পড়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই জানিয়েছেন, সেনাবাহিনীর এই পদক্ষেপ না হলে তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠতো। সেনাবাহিনীর উদ্যোগ
অভিযান শেষে আটক তিন আসামিকে ও জব্দকৃত মালামাল সুস্থ অবস্থায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রশংসায় ভাসছে সেনাবাহিনী-কধুরখীল ও আশপাশের এলাকার মানুষ সেনাবাহিনীর এই সাহসী পদক্ষেপের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা মনে করেন, সেনাবাহিনী সবসময় দেশের মানুষের নিরাপত্তা ও শান্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে মাদক ও সন্ত্রাস দমনে তাদের কার্যকর উপস্থিতি সমাজকে সুরক্ষিত করছে।
জনগণের প্রত্যাশা-স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সেনাবাহিনীর এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। তারা মনে করেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর কার্যকর সহযোগিতা থাকলে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ এলাকায় মাদক ও সন্ত্রাস চিরতরে নির্মূল করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট