চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির জীবন সদস্য ফোরামের উদ্যোগে আগামী দিনে একটি পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ৫ সদস্যের নেতৃত্ব কাঠামো ঘোষণা করা হয়েছে, যারা আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
গত ১৯ আগস্ট বিকেল ৫টায় নগরীর চকবাজারস্থ কিশলয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির জীবন সদস্য ফোরামের অন্যতম নেতা ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ জাফর আলম।
ঘোষিত ৫ সদস্যের নেতৃত্ব
সভায় প্রাথমিকভাবে গঠিত কমিটির দায়িত্ব বণ্টন করা হয় নিম্নরূপঃসভাপতি: মোহাম্মদ জাফর আলম (সাবেক অতিরিক্ত সচিব) কার্যকরী সভাপতি: সাংবাদিক ও লেখক মো. কামাল উদ্দিন, সহসভাপতি: মোহাম্মদ গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক: বিশিষ্ট সমাজসেবক ইউসুফ বাহার চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক: একে সালাউদ্দিন কাউসার লাভু।পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব-এই ৫ সদস্যকে আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠনের দায়িত্ব প্রদান করা হয়েছে। সভায় বক্তারা বলেন, জীবন সদস্য ফোরাম হচ্ছে সমিতির শক্তি ও ঐক্যের প্রতীক। এই ফোরামের মাধ্যমে চট্টগ্রাম ডায়াবেটিস সমিতিকে আরও গণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্বের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।