1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম প্রতিদিন ও আইয়ান শর্মার পাশে আজ ঐক্যের অটল প্রাচীর গড়ে তুলেছে সব শ্রেণি-পেশার মানুষ অবশেষে সাংবাদিক সুরক্ষা আইন: দীর্ঘ সংগ্রামের বাস্তবায়ন! পঞ্চগড়ে মাদ্রাসা সুপার বিরুদ্ধে শিক্ষা বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ আন্তজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ২সদস্য গ্রেফতার জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল জয়পুরহাটের ক্ষেতলালে গভীর নলকূপের লাইনম্যানকে হত্যা কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি সাধু আলতাব শাহ ফকির ইন্তেকাল করেছেন নবীনগরে সাংবাদিক হত্যার শিকার, পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দান গাইবান্ধার মাদকদ্রব্য পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৫ গাজীপুর জেলার গাঁছা থানায় এলাকায় আনু মারকেটে গাজা ও বাবার রমরমা ব্যবসা

চট্টগ্রাম প্রতিদিন ও আইয়ান শর্মার পাশে আজ ঐক্যের অটল প্রাচীর গড়ে তুলেছে সব শ্রেণি-পেশার মানুষ

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

“সত্যের পথে অবিচল সাংবাদিকতার জয়যাত্রা: চট্টগ্রাম প্রতিদিন ও আইয়ান শর্মার পাশে আজ ঐক্যের অটল প্রাচীর গড়ে তুলেছে সব শ্রেণি-পেশার মানুষ”

আমি আজ বিবেকের তাগিদে, সাংবাদিক ও লেখক হিসেবে কলম জবানবন্দী লিখতে বসলাম। সাংবাদিকতা আজ এক কঠিন লড়াই। সাংবাদিক আইয়ান শর্মা, সেই লড়াইয়ে নির্ভীকভাবে এগিয়ে চলেছে। তার কলমে ফুটে ওঠে চট্টগ্রাম প্রতিদিনের সাহস এবং নির্ভীকতার প্রতীক। সেই সাহস আমাদের সবার অনুপ্রেরণা। আজ, এই শহরের প্রতিটি মানুষ, পেশাজীবি এবং বিশেষ করে সাংবাদিক সমাজ, আইয়ান শর্মার পাশে দাঁড়িয়েছে। আমরা শুধু চট্টগ্রাম প্রতিদিন ও আইয়ান শর্মার
জন্য নয়, আমাদের নিজস্ব অধিকার রক্ষার প্রতিজ্ঞা নিয়েই দায়িত্ব নিয়ে কথা লিখতেছি- তাদের প্রতি আস্থা আমাদের শক্তি দেয়, তাদের প্রতিটি পদক্ষেপ আমাদের মনে সাহস জাগায়। সত্যের জন্য লড়াই কখনো একা নয়। চট্টগ্রাম প্রতিদিনের নির্ভীকতার সঙ্গে দাঁড়িয়ে আমরা প্রমাণ করি—সত্য প্রকাশ এবং স্বাধীন সাংবাদিকতার পক্ষে আমরা একত্রিত। তুমি সামনে বাড়ো, আমরা তোমার সঙ্গে আছি। এই ঐক্যই আমাদের সবার শক্তি, আমাদের সবার আশ্বাস। সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্য প্রকাশ। কিন্তু যখন সত্য প্রকাশই কোনো মহলের কাছে সহ্য করা যায় না, তখন গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকের কলমই হুমকির মুখে পড়ে। চট্টগ্রাম প্রতিদিন এবং এর সাহসী উপদেষ্টা সম্পাদক আইয়ান শর্মার সাম্প্রতিক পরিস্থিতি এ সত্যের এক জ্বলন্ত উদাহরণ।
গত বৃহস্পতিবার চেরাগী পাহাড় মোড় এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে চট্টগ্রামের সচেতন নাগরিক এবং সাংবাদিক সমাজ একত্রিত হয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন—চট্টগ্রাম প্রতিদিন এবং আইয়ান শর্মার বিরুদ্ধে যে মিথ্যা মামলা, অপপ্রচার ও চক্রান্ত চলছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে, দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলছেন, কোনো হুমকি, ধুমকি বা সামাজিক চাপে সাংবাদিকের কলম থামানো যাবে না। চট্টগ্রাম প্রতিদিন বাংলাদেশের গণমাধ্যম জগতে সত্য প্রকাশের এক অনন্য প্রতীক। অতীতে এমপি, মন্ত্রী ও প্রভাবশালী মহলদের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের কারণে প্রতিষ্ঠানটি বহুবার হয়রানির শিকার হয়েছে। তবুও কখনো আপোষ করেনি। আজও, সত্য প্রকাশের সঙ্গে স্বাধীনতা অটুট রেখে প্রতিষ্ঠানটি নির্ভীকতার সাথে কাজ করে যাচ্ছে। এই নির্ভীকতা কিছু কুচক্রী মহলের চোখে সহ্য করা যায় না; তারা পত্রিকাটিকে বন্ধ করার চেষ্টা চালাচ্ছে, মিথ্যা মামলা ও অপপ্রচারের মাধ্যমে। মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম প্রতিদিন ও আইয়ান শর্মার বিরুদ্ধে যেসব অপপ্রচারের চেষ্টা হচ্ছে, তা কেবল গণমাধ্যম দমন নয়, এটি গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকারের লঙ্ঘন। সম্প্রতি গাজীপুরসহ বিভিন্ন এলাকায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে, গণমাধ্যমের স্বাধীনতা কতটা ঝুঁকির মুখে রয়েছে। এ জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং আইনি ব্যবস্থা একান্ত প্রয়োজন। চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল বলেন, “সত্য প্রকাশের কারণে কুচক্রী মহল পত্রিকাটি বন্ধ করার চেষ্টা করছে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হবে। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের মাধ্যমে সাংবাদিককে বাধাগ্রস্ত করা গ্রহণযোগ্য নয়।” মানবাধিকার নেতা ও সিএন টিভির উপদেষ্টা লায়ন সাজ্জাদ উদ্দিন যোগ করেন, “মিডিয়ার কণ্ঠরোধের চেষ্টা করা মানে দেশের গণতন্ত্রকে দমন করা। যারা এমন অপচেষ্টা করছে, তারা দেশের জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করছে।”
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক ইমন মোহাম্মদ বলেন, “আইয়ান শর্মা অতীতে ৩৫টি মামলা মোকাবিলা করেছেন। সেই সব সময়ের শিক্ষাই আমাদের বলে যে, গণমাধ্যমকে নিয়ন্ত্রিত করা যাবে না। আজও স্বাধীন সাংবাদিকতার জন্য আমাদের একযোগে দাঁড়িয়ে লড়তে হবে। গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।” মানববন্ধনে বক্তারা পুনর্বার স্পষ্ট করেছেন, চট্টগ্রাম প্রতিদিন এবং আইয়ান শর্মা সাংবাদিকতার নির্ভীকতার প্রতীক। মিথ্যা অভিযোগ, চক্রান্তমূলক মামলা বা সামাজিক চাপ কখনো সাংবাদিককে দমন করতে পারবে না। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সত্য প্রকাশ এবং সুষ্ঠু আইনি ব্যবস্থা নিশ্চিত করতে সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকদের একসাথে দাঁড়ানো অপরিহার্য। মানববন্ধনে সিনিয়র সাংবাদিক কামাল উদ্দিন খোকন, চ্যানেল এসের ব্যুরো প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জামাল হোসাইন মঞ্জু, নারীনেত্রী দীপা মহাজন, সনাতন সংগঠক অশোক চক্রবর্তী এবং অন্যান্য সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা একযোগে প্রশাসনের প্রতি আহ্বান জানান—কোনো প্রমাণ ছাড়া চক্রান্তমূলক অভিযোগের ভিত্তিতে সাংবাদিক বা গণমাধ্যমকে হয়রানি করা যেন বন্ধ করা হয়। অন্যথায় সাংবাদিকতা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, যে সময়ে দেশের সাংবাদিকরা তুহিন হত্যাকাণ্ডের পর রাজপথে আন্দোলন চালিয়ে সরকারের কাছে সাংবাদিকদের সুরক্ষার আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন, ঠিক সেই সময়ে কিছু মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তারা সাহসী সাংবাদিক আইয়ান শর্মা এবং চট্টগ্রাম প্রতিদিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই পরিস্থিতিতে সুশীল সমাজ ও সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া স্পষ্ট—মানববন্ধনের মাধ্যমে হুমকি-ধুমকি দিয়ে কলম বন্ধ করা যাবে না। সত্য প্রকাশ এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বাইরে কোনো বিকল্প নেই।
চট্টগ্রামের এই মানববন্ধন প্রমাণ করল, নাগরিক সমাজ ও সাংবাদিকরা একসাথে দাঁড়ালে ষড়যন্ত্র প্রতিরোধ করা সম্ভব। চট্টগ্রাম প্রতিদিন এবং আইয়ান শর্মার প্রতি আস্থা রাখাই আমাদের গণতন্ত্র ও সাংবাদিকতার সবচেয়ে বড় শৈলপ্রত্যয়।
সত্যের পথে দাঁড়িয়ে কখনো সরে আসা যায় না। সাংবাদিক আইয়ান শর্মা এবং চট্টগ্রাম প্রতিদিনের নির্ভীকতা আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা। আজ আমরা একত্রিত হয়ে বলছি—হুমকি ও চক্রান্ত আমাদের কলমকে থামাতে পারবে না। আমরা আমাদের অধিকার রক্ষায় দৃঢ়, আমরা আমাদের সাংবাদিকদের পাশে আছি। সত্য প্রকাশের এই যাত্রা অব্যাহত থাকবে, কারণ আমাদের ঐক্যই হলো গণতন্ত্রের প্রাণবন্ত প্রতীক। সামনে যে ঝুঁকি আসুক না কেন, আমরা নির্ভীকতার পথে এগিয়ে যাবো, এবং চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে দাঁড়িয়ে সত্যের স্বার্থ রক্ষা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট