মাদারীপুরের শিবচর উপজেলায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে নির্মমভাবে হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিবচরে কর্মরত সাংবাদিকদের আয়োজনে ৭১ চত্বর সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আনোয়ার হোসেনকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও সারা দেশে সংবাদকর্মীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, শিবচর প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু খায়ের খান, আজকের দর্পণ প্রতিনিধি মীর ইমরান, দৈনিক নবচেতনার অপূর্ব জয়, দীপ্ত টিভির রফিকুল ইসলাম রাজা, দৈনিক আমার দেশ’র সরোয়ার হোসেন, দৈনিক জনকণ্ঠের কামরুল ইসলাম, গ্লোবাল টিভির প্রতিনিধি কাইয়ুম শেখ, এশিয়া টেলিভিশনের রুবেল মোড়ল, দৈনিক মানবজমিনের বিএম হায়দার আলী, দৈনিক কালের কণ্ঠ ও ডেইলী সানের এস.এম. দেলোয়ার হোসাইন, দৈনিক নয়াদিগন্তের মো. শাহিন মিয়া, আমার সংবাদের মশিউর কাজী, দিনকাল পত্রিকার মতিউর, দৈনিক হুংকারের মেহেরাব হোসেন, দৈনিক আমার বার্তার মো. রিয়াজ রহমান, জামায়াতে ইসলাম বায়তুল মাল সম্পাদক মাওলানা অলি উল্লাহসহ শিবচর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ।
সবশেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।