1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
জব্দ রুশ সম্পদ নিয়ে সিদ্ধান্ত না হলে কিয়েভের সমস্যা হবে : জেলেনস্কি লাথাম-কনওয়ের রেকর্ড সেঞ্চুরিতে প্রথম দিন নিউজিল্যান্ডের মার্কিন অবরোধের মুখে ভেনিজুয়েলার অর্থনৈতিক সংকট বৃদ্ধির আশঙ্কা বিশেষজ্ঞদের খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল : এ জেড এম জাহিদ ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ। শরীয়তপুরে সরকারি স্কুলের জমি দখলের অভিযোগ নরসিংদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফেসবুকে  গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক অতঃপর র‌্যাবের হাতে গ্রেফতার নোয়াখালীর সেনবাগে গাড়ির গ্যারেজ থেকে চালকের মরদেহ উদ্ধার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

নীলফামারিতে  ভুয়া ডিবি পরিচয়ে  আটক ২

মো: রিয়াদ হোসেন, নীলফামারী
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
নীলফামারীর সৈয়দপুরে ভুয়া ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পরিচয়ে টাকা দাবি করার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া অচিনা ডাঙা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মো. আশরাফ আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪৬) এবং নীলফামারী সদর উপজেলার দাড়োয়ানী মোল্লাপাড়ার মৃত ইনসানের ছেলে মো. ফারুক হোসেন (৪৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার তারিকুল ইসলামের কাছে ডিবি পরিচয়ে টাকা দাবি করেন দুলাল ও ফারুক। তারিকুল কৌশলে তাদের বড় ভাই ভুট্টোর বাড়িতে ডেকে এনে ‘ভুয়া ডিবি’ বলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
জানা গেছে, তারিকুল ইসলামের বিরুদ্ধে ভিসা প্রতারণার মাধ্যমে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অপরদিকে, দুলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মামলা ও আটক দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, দুলাল বিশেষ করে ভিসা প্রতারণার সঙ্গে জড়িতদের মামলা ও আটক দেখিয়ে অর্থ আদায় করত এবং নিজেকে ডিবি পুলিশের সোর্স পরিচয় দিত।
ঘটনার দিন দুলাল তারিকুলের কাছে দুই লাখ টাকা দাবি করেন। পরে ৬০ হাজার টাকায় সমঝোতার প্রস্তাব দিয়ে তাকে ডেকে এনে ফাঁসানোর চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। আটক হওয়ার পর দুলাল বারবার ডিবি অফিসের এসআই জাকির হোসেনের সঙ্গে কথা বলার কথা উল্লেখ করলেও, এসআই জাকির দাবি করেন— “দুলাল সোর্স হিসেবে কাজ করার জন্য বহুবার বলেছে, কিন্তু আমি পাত্তা দিইনি। আমার নামে অপকর্ম করলে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আমার বিরুদ্ধে অর্থ নেওয়ার অভিযোগ সঠিক নয়।”তারিকুল ইসলাম বলেন, “দুলাল ভুয়া মামলা দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল, তাই তাকে আটক করা হয়েছে।”সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, “দুলাল নিজেকে ডিবি পরিচয় দিয়েছে কি না তা যাচাই করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট